Explore

Search

May 20, 2025 7:40 pm

IAS Coaching

রামপুরে বিজ্ঞান মেলা, বিজ্ঞান চেতনায় উজ্জীবিত গ্রাম্য পড়ুয়ারা

#রায়গঞ্জ: গ্রামীণ এলাকায় বিজ্ঞান সচেতনতা ছড়িয়ে দিতে রামপুরে আয়োজিত হল এক মনোজ্ঞ বিজ্ঞান মেলা। বামুয়া হাই স্কুলের বিজ্ঞানের শিক্ষক তারকনাথ মুখার্জির উদ্যোগে আয়োজিত এই মেলায় অংশগ্রহণ করে স্থানীয় বেশ কয়েকটি স্কুলের ছেলেমেয়েরা। পড়ুয়ারা তাদের তৈরি বিভিন্ন বৈজ্ঞানিক মডেল ও প্রকল্প প্রদর্শন করে। জীববিজ্ঞান, পদার্থবিদ্যা, পরিবেশ বিজ্ঞান প্রভৃতি বিষয়ের উপর ভিত্তি করে তাদের উপস্থাপনা ছিল চমকপ্রদ। দর্শনার্থীদের মধ্যে শিশুদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

মেলার উদ্বোধন করেন স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য মলয় সরকার। উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট নাগরিকরাও। মলয়বাবু বলেন, “এধরনের উদ্যোগ গ্রামীণ পড়ুয়াদের বিজ্ঞানচর্চার প্রতি আগ্রহ বাড়ায় এবং ভবিষ্যতের বিজ্ঞানীদের গড়ে ওঠায় সহায়ক হয়।” আয়োজক শিক্ষক তারকনাথ মুখার্জি জানান, “পড়ুয়াদের কল্পনাশক্তি ও উদ্ভাবনী ক্ষমতা প্রকাশের জন্য এই মেলার আয়োজন। আগামীদিনে আরও বড় পরিসরে এই উদ্যোগ নেওয়া হবে।” গ্রামীণ পরিসরে এমন বিজ্ঞান মেলা নিঃসন্দেহে এক ইতিবাচক পদক্ষেপ বলে মনে করছেন অভিভাবক ও শিক্ষক সমাজ।

Advertisement
Live Cricket Score
upskillninja