
#মালবাজার: বুধবার ভরদুপুরে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকে অপহরন করা হলো এক ব্যাক্তি। খবর পেয়ে জোরদার তাল্লাশিতে নেমেছে নাগরাকাটা থানার পুলিশ। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। অপহৃত ব্যক্তির নাম নবিউল ইসলাম (৪৩)। বাড়ি নাগরাকাটা ব্লকের ছাড়টন্ডু এলাকার পাটোয়ারী পাড়ায়।অপহৃত নবিউল এলাকায় সিপিএমের কর্মী বলে পরিচিত ছিল।

সিপিএমের জলপাইগুড়ি জেলা সম্পাদক মন্ডলীর সদস্য রামলাল মুর্মু জানান, দুপুর সাড়ে তিনটা নাগাদ জাতীয় সড়কের পাশে আদিবাসী পাড়া এলাকায় এই অপহরণের ঘটনা ঘটে। খবর পেয়েছি ওই এলাকায় নবিউল তার মোটর বাইক নিয়ে দাঁড়িয়েছিল। সেই সময় একটি গাড়ি এসে সেখানে দাঁড়ায় এবং গাড়ি থেকে কয়েক জন লোক নেমে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। নবিউল আমাদের দলের কর্মী। কিন্তু, এই ঘটনার সঙ্গে কোন রাজনৈতিক বিষয় নেই বলে আমার অনুমান। ওর সঙ্গে সেরকম রাজনৈতিক সংঘাত ছিলনা।

এটা ওর ব্যক্তিগত বিষয় হতে পারে। আমরা ওর পরিবারের সঙ্গে কথা বলেছি এবং দ্রুত লিখিতভাবে থানায় এজাহার করব। নাগরাকাটা থানা সূত্রে জানা গেছে, অপহৃত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে মৌখিকভাবে অভিযোগ করা হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। সন্ধ্যা ছটা পর্যন্ত ওই ব্যক্তির কোন খোঁজ পাওয়া যায়নি।






