
#মালবাজার: পর পর দুটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। প্রবিডেন্ট ফান্ড জমা হচ্ছে না। অন্যান্য সমস্যা মিটছে না। নানা সমস্যায় জর্জরিত ডুয়ার্সের মাল ব্লকের নিউ গ্লেনকো চাবাগানের শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে বুধবার কাজে না গিয়ে কারখানা গেটের সামনে সমবেত হয়ে বকেয়া মজুরির দাবীতে বিক্ষোভ দেখালো। চাবাগানের শ্রমিক রমেন ওঁরাও জানান, পর পর
দুটি পাক্ষিক মজুরি বাকি রয়েছে।শ্রমিকরা সমস্যার মধ্যে দিয়ে দিন যাপন করছে। এজন্যে শ্রমিকরা আজ কাজে না গিয়ে কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ দেখানো শুরু করেছে। আমাদের দাবি দ্রুত মজুরি সমস্যা মেটানো হোক।

মহিলা শ্রমিক শ্রাবন্তি ওঁরাও, আমরা সারা মাস রোদে পুরে জলে ভিজে কাজ করি অথচ মজুরি দেওয়ার জন্য বার বার ম্যানেজারের কাছে বলতে হয়। প্রভিডেন্ট ফান্ডের টাকা বকেয়া রয়েছে। অবসরপ্রাপ্ত শ্রমিকদের গ্রাচুইটি ঠিকমত দেওয়া হয় না। এইসব সমস্যা মেটাতে আজ আমরা বিক্ষোভে সামিল হয়েছে।শ্রমিকরা কাজে যায়নি।

এদিন গোটা সকাল বিক্ষোভ দেখিয়ে শ্রমিকরা বাড়ি ফেরে। এনিয়ে চা বাগানের ম্যানেজার জাগমোহন শাহী বলেন, কার্যত আমরা সমস্যার মধ্যে দিয়ে চলছি। চলতি বছরে কিছু ক্ষতির সম্মুখীন হয়েছি। এজন্যে সমস্যা তৈরি হয়েছে আমরা শ্রমিকদের সহযোগিতা চাইছি। চেষ্টা চালানো হচ্ছে দ্রুত মজুরি মিটিয়ে দিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার।






