Explore

Search

May 13, 2025 2:26 am

IAS Coaching

চাবাগানের অচলাবস্থা নিয়ে শ্রমিকদের গেট মিটিং

#মালবাজার: মানাবাড়ি চা বাগানের অচল অবস্থা নিয়ে শ্রমিকদের গেট মিটিং হল সোমবার। ডুয়ার্সের মাল ব্লকের ওদলাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অধীনে রয়েছে মানাবাড়ি চাবাগান। পূর্ব দিক দিয়ে বয়ে গেছে নদী এবং পশ্চিম দিক দিয়ে প্রবাহিত ঘিসনদী। দুই নদী মাঝে শতাব্দি প্রাচীন এই চা বাগানে প্রায় ছয়শ জন শ্রমিক কাজ করে। এছাড়াও কিছু অস্থায়ী শ্রমিক রয়েছে। গত পাঁচ মাস ধরে এই চা বাগানে অচল অবস্থা চলছে। শ্রমিক কর্মীরা বেতন মজুরি কিছুই পাচ্ছে না। হাসপাতালে ডাক্তার ও ওষুধ নেই, কারখানা বন্ধ।
এমত অবস্থায় বিরক্ত হয়ে শ্রমিকরা কাজে যাওয়া বন্ধ করেছে। খাতায়-কলমে চা বাগান খোলা থাকলেও কার্যত বন্ধ হয়েই রয়েছে এই চা বাগান। কিভাবে এই অচলাবস্থা কাটিয়ে ওঠা যায় তা নিয়ে সোমবার সকালে শ্রমিকরা কারখানা গেটের সামনে সভা করে আলোচনা করে। চা বাগানের শ্রমিক বিষ্ণু ওরাও, নবীন ওরাও বলেন, আমাদের এই চা বাগান দীর্ঘদিন অচল অবস্থা ছিল। তারপর ২০২০ সালে সম্মেলন টি কোম্পানি নামে নতুন একটি মালিকানা সংস্থা চা বাগান পরিচালনার ভার নেন।
প্রথমদিকে ভালোই চলছিল কিন্তু, গত বছর থেকে আবার সমস্যা শুরু হয়। কত ডিসেম্বর মাস থেকে মজুরি বন্দ। ছুটির পয়সা পাওয়া যায়নি। হাসপাতালে ডাক্তার কিম্বা ওষুধ কিছুই নাই। বাগান খোলা থাকলেও একজন সহকারি ম্যানেজার ছাড়া মালিকপক্ষের আর কেউ নেই। তিনি কিছুই বলেন না। এমত অবস্থায় আমরা সমস্যায় রয়েছি। বিভিন্ন সরকারি মহলে আবেদন করেছি কিন্তু, ফল হয়নি। তাই সমস্যা মোচনের জন্য আজকে গেট মিটিং হয়।
Advertisement
Live Cricket Score
upskillninja