Explore

Search

May 13, 2025 12:06 am

IAS Coaching

রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মালবাজারে শুরু হলো ৩ দিনের সাংস্কৃতিক উৎসব

#মালবাজার: ভাব গম্ভীর পরিবেশে মালবাজার শহরর কলোনির মাঠে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে  শুরু হলো তিনদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক উৎসব। মালবাজার শহর এবং পশ্চিম ডুয়ার্স এলাকায় অত্যন্ত পরিচিত নাম “মাল সাংস্কৃতিক সংস্থা”। গত ৩৯ বছর ধরে মালবাজার শহরে নতুন প্রতিভার অন্বেষনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করে আসছে এই সংস্থা। বছরের বিভিন্ন সময়ে বরেন্য মনীষীদের স্মরণে অনুষ্ঠান প্রযোজনা করলেও  রবীন্দ্র জয়ন্তীতে তা আলাদা মাত্রা পায়। কখনও তিনদিন আবার কখনও চারদিন ব্যাপী অনুষ্ঠান প্রযোজনা করে এই সংস্থা।
অন্যান্য বছরের রীতি মেনে চলতি বছরে শনিবার মাল কলোনির মাঠে শুরু হলো তিনদিন ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সান্ধ্যকালীন সাংস্কৃতিক অনুষ্ঠান। এদিন সকালে আনুষ্ঠানিক উদ্বোধন হয়। উপস্থিত ছিলেন মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি, পৌরসদস্য পুলিন গোলদার, পৌরসদস্যা রুমা দে দাস, মঞ্জুদেবী মোর, বিশিষ্ট বাচিক শিল্পী সন্দীপ মৈত্র, প্রত্যুষা চক্রবর্তী প্রমুখ।
সংস্থার সভাপতি বিশিষ্ট সঙ্গীত শিল্পী শম্ভুনাথ দত্ত বলেন, শনিবার প্রথম দিন দিনের বেলা রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, আবৃত্তি, ছড়া ও আধুনিক গানের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আগামীকাল বসে আঁকো, চিত্রাঙ্কন, নৃত্য, যেমন খুশি সাঁজো প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতি সন্ধ্যায় আসেপাশের স্কুল ও নাচ গানের স্কুল গুলি তাদের অনুষ্ঠান নিবেদন করবে। প্রকৃতি খানিকটা বিরূপ থাকলেও ভালো সারা পাওয়া গেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja