Explore

Search

May 12, 2025 8:12 pm

IAS Coaching

রহস্যজনকভাবে মহিলার মৃত্যু, পরিবারের লোকের খুনের অভিযোগ

#মালবাজার: মাল ব্লকের কুমলাই গ্রাম পঞ্চায়েত এলাকায় শুক্রবার সন্ধ্যায়  এক মহিলার রহস্যজনকভাবে মৃত্যু হয়। তার পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ করা হয়েছে। মহিলার নাম গোলাবি রায় (৪৮)। তার বাড়ি কুমলাই গ্রাম পঞ্চায়েতের নাওড়া এলাকায়। তার পুত্র বিশাল রায় স্থানীয় পঞ্চায়েত সদস্য।
স্থানীয় বাসিন্দা মঙ্গল ওঁরাও জানান, অন্যান্য দিনের মত মৃতা মহিলা প্রকৃতির ডাকে সারা দিতে রেললাইন পেরিয়ে ঝপের দিকে গিয়েছিল।
দীর্ঘ সময় ধরে বাড়িতে ফিরে না আসায় পরিবারের লোকজন খোঁজখবর শুরু করেন। এদিক ওদিক খোঁজ করতেই রেল লাইনের ধারে একটি ঝপের মধ্যে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। তার গলায় ও হাতে আঘাতের চিহ্ন ছিল। তার থেকে অনুমান হয় মহিলাকে কেউ বা কারা খুন করেছে।
খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি সদর হাসপাতালে শনিবার পাঠিয়েছে। খুন না অন্য কোন কিছু সেই বিষয়ে তদন্ত শুরু করেছে মাল থানার পুলিশ। মৃতার পুত্র বিশাল রায় জানান, মা’য়ের  এমনিতেই সেরকম কোন শত্রু ছিলনা। তবু কিভাবে মৃত্যু হয়েছে?  কেউ হত্যা করেছে কিনা? সেই বিষয়ে পুলিশকে তদন্ত করে দেখতে বলা হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja