Explore

Search

May 12, 2025 2:45 am

IAS Coaching

সীমান্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করলেন প্রতিরক্ষা মন্ত্রী

#মালবাজার: ডুয়ার্সের প্রত্যন্ত নাগরাকাটা ব্লকের খুনিয়া মোড়ে সীমান্ত সড়কের ভার্চুয়াল উদ্বোধন করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। নাগরাকাটা ব্লকের চাপড়ামারি বনাঞ্চলের মাঝে রয়েছে খুনিয়া চৌপথি। স্থানীয় ভাষায় বলে খুনিয়া মোর। খুনিয়া মোড় থেকে কুমানি, নকশাল বস্তি, হয়ে ভুটান পর্যন্ত সীমান্ত সড়ক রয়েছে। সম্প্রতি জাতীয় নিরাপত্তার প্রয়োজনে ও পর্যটন বিকাশের লক্ষ্যে এই সড়কের নবনির্মাণ শুরু হয়েছে। ইতিমধ্যেই খুনিয়া মোড় থেকে কুমানী পর্যন্ত ১১.৮ কিমি রাস্তার কাজ সম্পূর্ণ হয়েছে।
বুধবার প্রাথমিক পর্যায়ের ১১.৮ পথ জনগণের জন্য ভার্চুয়াল মাধ্যমে খুলে দিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। স্থানীয়ভাবে ফলকের আবরণ উন্মোচন ও ফিতা কেটে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের সাংসদ মনোজ টিজ্ঞা। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভিংরা, গ্রিফের ইঞ্জিনিয়ার অনিল কুমার, গ্রিফের পদাধিকারী হরিবলা ভাট, আজিজ লস্কর প্রমুখ।
উদ্বোধন করে সাংসদ শ্রী টিজ্ঞা বলেন, বর্ডার এলাকার এই রাস্তা শুধু জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে নয় পর্যটনের বিকাশের ক্ষেত্রে সহায়ক হবে। এই পথ ধরে আগামী দিনে সিকিম  পর্যন্ত
যাওয়া যাবে। যার ফলে আদান-প্রদান বাড়বে বাণিজ্য বাড়বে জীবন জীবিকার উন্নতি ঘটবে।
রাজ্য সরকার সহযোগিতা করলে সীমান্ত সড়কের উন্নয়নের কাজ অত্যান্ত দ্রুততার সঙ্গেই হবে। এই রাস্তায় কিছু কিছু জমি সংক্রান্ত সমস্যা রয়েছে, বনাঞ্চলের সমস্যা রয়েছে সেসব সমাধান করতে রাজ্য সরকারের সহযোগিতা প্রয়োজন।
ইঞ্জিনিয়ার অনিল কুমার বলেন, প্রাথমিক পর্যায়ে কুমানি পর্যন্ত ১১.৮ কিমি রাস্তার কাজ শেষ  হয়ে গেছে। পরবর্তী নকশাল বস্তি ও বিন্দু পর্যন্ত রাস্তার কাজ চলছে। কিছুদিনের মধ্যেই সেই কাজও শেষ হবে। তার পরবর্তিতে ভুটান সীমান্ত হয়ে সিকিম  পর্যন্ত রাস্তার জন্য ডি পি আর এর কাজ শুরু হয়েছে। পর্যায়ক্রমে রাস্তার কাজ চলবে। এদিন এই উদ্বোধন কে কেন্দ্র করে উপচে পড়ে মানুষের ভির। যার ফলে ১৭ নম্বর জাতীয় সড়কে যান চলাচলে খানিক সমস্যা হলেও পরে স্বাভাবিক হয়ে যায়।
Advertisement
Live Cricket Score
upskillninja