
#মালবাজার: নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানের ৩৫০টি পরিবার রবিবার তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান করল। এর ফলে ওই চা বাগান কার্যত তৃণমূল শূন্য হয়ে পড়ল। রবিবার দুপুরে চা বাগানের অফিসের সামনে এক সভায় এমনই দাবি করেন বিজেপি নেতৃত্ব। নাগরাকাটা ব্লকের ধরণীপুর চা বাগানে গত বেশ কিছুদিন ধরে অচলাবস্থা চলছে। এইরকম পরিবেশে রবিবার চা বাগানের অফিসের সামনে এক সভায় তৃণমূলের সঙ্গে সংস্রব ত্যাগ করে ৩৫০টি পরিবার একযোগে শ্রমিক নেতা অমর নাথ ঝাঁ’য়ের হাত ধরে বিজেপি প্রভাবিত শ্রমিক সংগঠন ভারতীয় টি ওয়ারকার্স ইউনিয়নে যোগদান করে।

নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ মনোজ টিক্কা। উপস্থিত ছিলেন নাগরাকাটার বিধায়ক পুনা ভিঙরা, বিজেপির জেলা সম্পাদক মন্ডলীর সদস্য মনোজ ভুজেল প্রমুখ। যোগদান পর্বের শেষে সাংসদ সহ অন্যান্য নেতারা দাবি করেন এই চা বাগানে তৃণমূল কংগ্রেস মুছে গেল। আগামী দিনে শ্রমিকদের উন্নয়নের স্বার্থে বিজেপি কাজ করে যাবে।

চা বাগানের শ্রমিক সুরোজমনি হাঁসদা বলেন,
দীর্ঘদিন যাবত আমাদের এই চা বাগানে অচল অবস্থা চলছে। মূল কংগ্রেস নেতৃত্ব মিলেমিশে মালবাজারের এক ব্যবসায়ীর মাধ্যমে চা বাগান চালাচ্ছিলেন। ওই ব্যবসায়ী চা বাগানের গাছ, পুরানো জিনিসপত্র সব বিক্রি করে দিয়েছেন।
শ্রমিকদের সাতটি পাক্ষিক মজুরি বকেয়া রয়েছে। কর্মীদের তিন মাসের বেতন বকেয়া রয়েছে। এইরকম পরিবেশে পরিবর্তন আনতে আমরা সবাই মিলে বিজেপিতে যোগ দিয়েছি।

এই ঘটনাকে নস্যাৎ করে দিয়ে তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি প্রেম ছেত্রী বলেন, বিজেপি এসব দাবি করতেই পারে। নির্বাচনের সময় দেখা যাবে কারা শূন্য হয়েছে। ওই বাগানে কিছু সমস্যা ছিল। কিছু লোক হয়তো বিজেপিতে যোগদান করেছে তার ফলে প্রমাণ হয় না ওই চা বাগানের সবাই বিজেপির ঝান্ডা তুলে নিয়েছে। সামনে নির্বাচনেই তার প্রমাণ হবে।





