Explore

Search

May 5, 2025 2:11 pm

IAS Coaching

হাসপাতালে রোগীর মৃত্যু চিকিৎসায় অবহেলার অভিযোগ ডাক্তারের বিরুদ্ধে

#মালবাজার: হাসপাতালে রোগীর মৃত্যু। ঘটনার সময় কর্তব্যরত চিকিৎসক হাসপাতালে না থাকায় ক্ষোভে বিক্ষোভে উত্তাল হয়ে উঠলো ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান ও শুলকাপাড়া হাসপাতাল চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় সুত্রে জানাগেছে, শনিবার সকাল ১১ টা নাগাদ লোকসান বাজারের সন্দীপ কুমার গুপ্তা নামের এক ক্ষুদ্র ব্যবসায়ী অসুস্থ  হয়ে পড়লে তার পরিবারের লোকজন লুকসান হাসপাতালে নিয়ে আসে। সেই সময় কর্তব্যরত ডাক্তার অভিজিৎ মন্ডল হাসপাতালে ছিলেন না বলে  অভিযোগ।
প্রায় দেড় ঘন্টা অসুস্থ অবস্থায় বিনা চিকিৎসায় রোগী পড়ে থাকে বলে অভিযোগ। এরপর অবস্থার অবনতি হলে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা ক্ষুব্ধ হয়ে  ওঠে। কর্তব্যরত নার্সরা একপ্রকার হাত তুলে দেন। এরপর পরিবারের লোকজন ওই রোগীকে নিয়ে শুল্কাপাড়া গ্রামীন হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার রোগীকে মৃত বলে ঘোষণা করেন।
এরপরে রোগীর আত্মীয় ও পরিজনেরা ক্ষোভে ফেটে পড়েন। তারা ডাক্তার অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে বিক্ষোভ শুরু করেন।
খবর পেয়ে পুলিশ বাহিনী নিয়ে ঘটনাস্থলে পৌঁছান নাগরাকাথা থানার আইসি কৌশিক কর্মকার। মালবাজার থেকে ঘটনাস্থলে পৌঁছান মহকুমা পুলিশ আধিকার রোশন  প্রদীপ দেশমুখ। তারা রোগীর আত্মীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা চালান। বিক্ষুব্ধ জনতা দাবি জানান অবিলম্বে ডাক্তার অভিজিৎ মন্ডলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং ব্লক স্বাস্থ্য আধিকারিককেও সরিয়ে নিতে হবে। এ নিয়ে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ইরফান মোল্লা হোসেন বলেন, লুকসান হাসপাতালে দুই জন ডাক্তার রয়েছে। তাদের ২৪ ঘন্টা ডিউটি করার কথা। ঘটনার সময় কি হয়েছিল? সমস্ত বিষয় খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja