Explore

Search

May 7, 2025 8:46 pm

IAS Coaching

চা বাগানের অচলাবস্থা কাটাতে শ্রম ও আধিকারিকের কাছে স্মারকলিপি শ্রমিকদের

#মালবাজার: চা বাগানে টানা তিন মাস ধরে অচলাবস্থা চলছে। খাতায় কলমে চা বাগান খোলা থাকলেও শ্রমিকরা মজুরি না পাওয়ার জন্য আগে যাচ্ছে না। প্রায় ৬০০ জন শ্রমিক এক অনিশ্চিত অবস্থার মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছে। এই অবস্থা মোচনের দাবি নিয়ে বুধবার মানাবাড়ি চাবাগানের  বিজেপি প্রভাবিত ভারতীয় টি মজদুর ইউনিয়নের সদস্যরা মালবাজার সহকারী শ্রম আধিকারিকের দপ্তরে এসে স্মারক লিপি দেন।
স্মারক লিপি জমা দিয়ে বেরিয়ে এসে শ্রমিক নেতা জিনাত ওরাও বলেন, আমাদের চা বাগানে প্রতি পাক্ষিক মজুরি দেওয়ার রীতি রয়েছে। কিন্তু, শ্রমিকদের পাঁচটি পাক্ষিক মজুরি এবং কর্মীদের তিন মাসের  বেতন বকেয়া রয়েছে। এই অবস্থায় শ্রমিকরা কাজে যাওয়া বন্ধ করে দিয়েছে। এই মালিক বাগান নেওয়ার সময় কথা দিয়েছিল কারখানা চালু করবে, নিয়মিত মজুরি দেবে, নতুন প্লান্টেশন করবে।
কিন্তু কোন কাজই ঠিকমতো করছে না। বাধ্য হয়ে আমরা আধিকারিক এর কাছে ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছি। এ নিয়ে মালবাজারের সহকারি শ্রম আধিকারিক জানান, ওনারা এসেছিলেন স্মারকলিপি দিয়েছেন। চা বাগান কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja