
#মালবাজার: সাতসকালে জাতীয় সড়কে দুর্ঘটনায় জখম ৫ জন। চালকের আঘাত গুরুতর। ঘটনাটি ঘটেছে মালবাজার শহরের এক নম্বর ওয়ার্ডে ফায়ার বিগেট সংলগ্ন এলাকায়। স্থানীয় সুত্রে জানাগেছে, ওই এলাকার এক যানবাহন ব্যবসায়ী তার খলি বাস গুলিকে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখেন। অন্যান্য দিনের মতো এদিনও রাস্তার পাশে একটি বাস দাঁড় করানো ছিল। সাত সকালে বীরপাড়া থেকে একটি ছোট গাড়িতে খেতে পাঁচজন ব্যক্তি জাতীয় সড়ক ধরে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিলেন।

ফায়ার স্টেশনের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ছোট গাড়িটি তীব্র গতিতে রাস্তার পাশে দাঁড় করানো বাসে ধাক্কা মারে। সংঘর্ষের তীব্রতা এতটাই ছিল যে ছোট গাড়িটি দুমড়ে বাসের নিচে ঢুকে যায়। এই দুর্ঘটনায় ছোট গাড়ির চালকসহ চারজন গুরুতর জখম হয়।জখম ব্যক্তিদের নাম চালক তাপস দেবনাথ (৪০), ফরিদুল হক (৩৭), মহ: বেলাল (৩৪) মহ: আব্দুল (৩৮), মহ: ইসলাম (৫৫)। স্থানীয়রাই তাদের উদ্ধার করে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যায়।

চালকের আঘাত গুরুতর থাকায় দ্রুত তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাল থানার পুলিশ এবং গাড়ি দুটোকে আটক করে। প্রথমত উল্লেখ্য, ওই এলাকায় রাস্তার পাশে এভাবে ফাঁকা বাস দাঁড় করিয়ে রাখার ফলে এর আগেও দুর্ঘটনা ঘটেছে।






