Explore

Search

April 20, 2025 5:50 am

IAS Coaching

মুর্শিদাবাদে সম্প্রতি সাম্প্রদায়িক হিংসা  প্রতিবাদে মালে বিজেপির মিছিল ও পথসভা

#মালবাজার: মুর্শিদাবাদের ধুলিয়ান, সামসেরগঞ্জ এলাকায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা ও হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে শনিবার বিকালে বিজেপির পক্ষ থেকে মালবাজার শহরে মিছিল ও বিভিন্ন মোরে পথসভা করা হয়। এদিন বিকাল শহরের গুরজংঝোড়া মোরে স্থিত দলীয় কার্যালয়ে দলের নেতা ও কর্মী সমর্থকরা সমবেত হয়।
তারপর মিছিল শুরু হয় এবং শহরের জাতীয় সড়ক সহ অন্যান্য পথ অতিক্রম করে ঘড়ি মোরে শেষ হয়। এদিন মিছিলের নেতৃত্ব দেন দলের মাল বিধানসভা আহ্বায়ক রাকেশ নন্দী, মাল টাউন মন্ডল সভাপতি নবীন সাহা, শ্রমিকনেতা মহেশ বাগে, মঙ্গল ওরাও প্রমুখ। মিছিল শেষে ঘড়ি মোরে পথসভার মাধ্যমে সম্প্রতি মুর্শিদাবাদে ঘটে যাওয়া ঘটনার বিবরণ দিয়ে তৃণমূল কংগ্রেস সরকারের সমালোচনা করে বক্তব্য রাখেন বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা।
পরে রাকেশ নন্দী বলেন, মুর্শিদাবাদ সহ রাজ্যের কিছু কিছু জায়গায় সম্প্রতি ঘটে যাওয়া সাম্প্রদায়িক হিংসা অত্যন্ত নিন্দাজনক। রাজ্যের সরকারের দায়িত্বঞ্জানহীনতার এই ঘটনা ঘটেছে। আমরা এর প্রতিবাদ জানাই।
Advertisement
Live Cricket Score
upskillninja