Explore

Search

April 20, 2025 5:54 am

IAS Coaching

দিলীপ- রিঙ্কুর বিয়েতে মালবাজারের যোগ পাওয়া গেল

#মালবাজার: বর্তমান সময়ে রাজ্যে সবচাইতে চর্চিত খবরই হল বিজেপি নেতা দিলীপ ঘোষ ও রিঙ্কু মজুমদারের বিয়ের অনুষ্ঠান। সেই হাই প্রোফাইল বিয়েতে মালবাজার শহর থেকে আমন্ত্রিত হয়েছেন এমন ঘটনাও ঘটেছে।
রাজনীতিক প্রয়োজনে দিলীপবাবু একাধিকবার মালবাজার শহরে এসেছেন। পাশাপাশি রিঙ্কু মজুমদার ব্যবসার কাজে মাল বাজারে বেশ কিছু বছর আসা যাওয়া করেছেন।
মাল পৌরসভার এক করবি জানালেন, রিঙ্কু মজুমদার ১৭ -১৮ সালে মাল পৌরসভায় বিভিন্ন কাজের সূত্রে এসেছেন। মালবাজারে এলেই তিনি পৌরসভার আবাসিক লজ ” উদিচি”তে উঠতেন।
জানা গেছে, মাল পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান স্বপন সাহা বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন। যদিও তিনি বিয়ের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারছেন না।
এইরকম ভাবে মালবাজার শহরে বেশ কিছু মানুষের সঙ্গে রিঙ্কু মজুমদারের যোগাযোগ রয়েছে। স্বাভাবিকভাবেই বলা চলে বর্তমান সময়ে এই হাই প্রোফাইল বিয়ের এবং পাত্র-পাত্রীর মালবাজারে যোগ থাকায় অনেকেই তাদের কথা জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja