
#মালবাজার: প্রয়াত সি পি আই এম নেতা ও বামফ্রন্ট সরকারের প্রাক্তন মন্ত্রী প্রয়াত পরিমল মিত্র ছিলেন এক ইতিহাস। শুধু জলপাইগুড়ী জেলা নয়, সারা রাজ্যে শ্রমিক আন্দোলনের জগতে তিনি ছিলেন এক ব্যক্তিত্ব।ডুয়ার্সে চা বাগান শ্রমিক আন্দোলন ও রেলওয়ে শ্রমিক সংগঠনে তার বিচরন ছিল সিংহের মত।শ্রমিকদের মধ্যে তার আনাগোনা ছিল পরিবারের সদস্য হিসাবে। ১৯৭৭ সালে তিনি ক্রান্তি বিধানসভা থেকে নির্বাচিত হন এবং রাজ্যের বন ও পর্যটন দপ্তরের মন্ত্রী হন।

মন্ত্রী হিসাবে তার কাজ সেও এক ইতিহাস। তার উন্নয়ন করার সদিচ্ছা ডুয়ার্সের মানুষকে একত্রিত করেছিল। উন্নয়নে তার ছাপ এত গভীর ছিল যে তার মৃত্যুর পর মানুষ আক্ষেপ করে বলেছেন উন্নয়নের স্বার্থে তার জীবিত থাকা দরকার ছিল। তার হাত ধরে মালবাজারে পার্ক, হাসপাতাল, আবাসন, দমকল কেন্দ্র সহ বহু প্রকল্প বাস্তবে রুপ পায়।

তার ১০৭ তম জন্মদিনে বৃ্হস্পতিবার মালবাজার ঘড়ি মোরে এক স্মরন সভায় তাকে স্মরন করে বক্তব্য রাখেন দীপক ঘোষ, কামাখ্যা আচার্য, রাজা দত্ত, পার্থ দাস, সমীর ঘোষ প্রমুখ। সভার আগে তার প্রতিকৃতিতে পুষ্প দিয়ে শ্রদ্ধা জানান হয়।অনেকেই তার স্মৃতি চারন করেন।






