#কলকাতা: মধ্যশিক্ষা পর্ষদের আবেদনে সাড়া দিল সুপ্রিম কোর্ট। অযোগ্য চিহ্নিত নয় এমন শিক্ষকরা কাজ চালিয়ে যেতে পারবেন। ৩১ ডিসেম্বর পর্যন্ত কাজ চালিয়ে যেতে পারবেন যোগ্য শিক্ষকরা। তবে শিক্ষাকর্মীদের জন্য এই নির্দেশ নয়। পড়ুয়াদের কথা ভেবে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। ৩১ মে-র মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি দিতে হবে পর্ষদকে। এক সপ্তাহের মধ্য নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
রাজ্য সরকার এনিয়ে রিভিউ পিটিশন করে। এই মামলায় আজ দেশের সর্বোচ্চ আদালত জানায়, আপাতত যোগ্যরা কাজ করতে পারবেন। এতেই আপাতত ১৯,০০০ জনদের চাকরি থাকছে তা স্পষ্ট হয়ে গেল।ফলে রাজ্য সরকার যে যোগ্য শিক্ষকদের বেতন দিতে চাইছিল সেটাও পাবেন তারা।