#রায়গঞ্জঃ উত্তর দিনাজপুর জেলার পাহাড়ি সংস্থা হিমালয়ান মাউন্টেনিয়ার্স এন্ড ট্রেকার্স এসোসিয়েশনের উদ্যোগে বুধবার রাতে রাম্মান, হিলে, ভার্সে ট্রেকে রওনা দিল ৬ বছর বয়সী ওঁম দত্তাত্রেয় দেবনাথ। এত কম বয়সে ১০ হাজার ফুটের ওপরে এই ট্রেকে অংশ নিয়ে ওঁম নজর কেড়েছে শহরের পর্বতারোহীদের মধ্যে।
আয়োজক সংস্থার সম্পাদক পার্থ পাল বলেন, আমাদের এই ট্রেকে ১০ জন বড় এবং ২ জন খুদে রয়েছে। এদের মধ্যে ওঁম এর বয়স মাত্র ৬। এদিন দলটি রওনা হয়। ওরা রাম্মাম থেকে হিলে, ভার্সে হয়ে রায়গঞ্জ ফিরে আসবে। ৪ দিনের এই ট্রেকটি সফলভাবে সম্পন্ন হলে ওঁম এক নজির গড়বে।