
#মালবাজার: পাহাড়ি এলাকার চা বাগান থেকে ১৪ ফিট লম্বা কিং কোবরা উদ্ধার করল নেওরা রেঞ্জের বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরুবাথান ব্লকের মিশনহিল চা বাগানে। জানা গেছে, বুধবার সকালে চা বাগানে নিউ লাইন শ্রমিক মহল্লা এলাকায় ওই বিশাল বিষাক্ত সাপটিকে স্থানীয় বাসিন্দারা দেখতে পায়।

এই ঘটনায় ওই এলাকায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। খবর পেয়ে বনদপ্তরের নেওড়া রেঞ্জের বনকর্মীরা ঘটনাস্থলে এসে বেশ কিছুক্ষণের চেষ্টার পর সাপটিকে উদ্ধার করে ব্যাগ বন্ধি করে নিয়ে যায়। বনকর্মীরা জানায়, উদ্ধারকৃত সাপটি স্বাভাবিক আছে সেটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।







