
#মালবাজার: মঙ্গলবার বাংলা নববর্ষ ১৪৩১কে বিদায় দিয়ে নতুনভাবে আসবে ১৪৩২বঙ্গাব্দ। এই উপলক্ষে রাজ্যের পর্যটন দপ্তরের উদ্যোগে উত্তরবঙ্গের তিনটি পর্যটক আবাসে১লা বৈশাখের বিশেষ খাদ্য সম্ভার চালু করা হয়েছে। পর্যটকেরা গেলে স্বাগত জানাচ্ছে লোকসংস্কৃতিক নৃত্যগীতের দল। আর খাবারের টেবিলে বাংলার রকমারি খাবারের সাজানো খালা।

রাজ্যের পর্যটন দফতরের উদ্যোগেই বাংলা নববর্ষের পূর্বে রাজ্যের ছয়টি পর্যটন আবাসে রকমারি খাবারের সম্ভার পরিবেশন চলছে। বাঙালীয়ানার মোড়কেই পরিবেশনও চলছে। এর মধ্যে উত্তরবঙ্গের তিনটি পর্যটক আবাসও রয়েছে। শনিবার থেকে এই বিশেষ পরিষেবা চালু হয়েছে। পয়লা বৈশাখ পর্যন্ত যা চালু থাকবে। পর্যটন দফতরের জেনারেল ম্যানেজার অর্ঘ্য ঘোষ বলেন,” উদ্যোগে ভালো সাড়া মিলেছে”।

উত্তরবঙ্গের মেটেলির তিলোত্তমা, মাদারিহাটের অরণ্য, শিলিগুড়ির মৈনাক পর্যটক আবাসে পয়লা বৈশাখের বিশেষ খাবারের সম্ভার মিলছে । দফতরের দাবি বিশেষ ছাড় মূল্যেই এই খাবার পরিবেশন চলছে। শুকতো, বেগুনি, আমের আচার, ধোকা ইত্যাদি রকমারি খাবারের সম্ভার রয়েছে। কলকাতা থেকে ডুয়ার্সে সস্ত্রীক ঘুরতে এসেছিলেন প্রবীণ প্রদীপ ভৌমিক। নস্টালজিক প্রদীপবাবু বললেন, “আমরা ছেলেবেলা থেকেই পয়লা বৈশাখ নিয়ে আবেগময় থাকি”। ম্যানেজার দেবাশীষ সরকার বলেন, “দফতরের নির্দেশ মোতাবেকই আমরা কাজ করেছি। সব মিলিয়ে পর্যটক এরা খুশি।






