Explore

Search

April 17, 2025 5:31 am

IAS Coaching

পড়ুয়াদের মধুমেহ রোগ নিয়ে সচেতন করার উদ্দেশ্যে নোডাল শিক্ষকদের প্রশিক্ষণ শিবির

#মালবাজার: বর্তমান সময় আমাদের সমাজে অন্যতম এক শারীরিক সমস্যাগুলির মধ্যে রয়েছে মধুমেহ বা ডাইবেটিক রোগ।অনেকেই এই অসুখে ভুগছেন। এজন্যে ডাইবেটিক রোগ নিয়ে কোন পড়ুয়াদের সচেতন করার উদ্দেশ্যে নোডাল শিক্ষকদের এক প্রশিক্ষণ শিবির অনুষ্ঠিত হয় ডুয়ার্সের নাগরাকাটা ব্লক অফিসে। সিনি নামের এক স্বেচ্ছাসেবী সংস্থা ব্লক প্রশাসন ও ব্লক স্বাস্থ্য দপ্তরের সহযোগিতার এই প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে।
সেখানে উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক ডা: চঞ্চল কুমার রায়, সিনির জেলা কোওর্ডিনেটর পাপাই চন্দ্র গুহ, ব্লক কোওর্ডিনেটর রূপসা ভট্টাচার্য, স্কুল পরিদর্শক সহ বিভিন্ন স্কুলের শিক্ষকরা।এই শিবিরে ডা:রায়
মধুমেহ রোগ সম্পর্কে বিশেষ ধারনা দেন এবং এই রোগের লক্ষ্মণ কি কি ও কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেনিয়ে ধারণা দেন।
সিনির ব্লক কোওর্ডিনেটর রূপসা ভট্টাচার্য বলেন, রাজ্যে পাঁচটি জেলায় আমাদের এই প্রোগ্রাম চলছে। জলপাইগুড়ি জেলার একাধিক ব্লকে এই শিবির ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। মূলত অপ্রাপ্তবয়স্ক পড়ুয়াদের মধুমেহ রোগ নিয়ে সচেতন করতে শিক্ষকদের বিশেষভাবে প্রশিক্ষণ দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। নাচ, গান সহ অন্যান্য কার্যক্রমের মধ্যে দিয়ে শিক্ষকরা যাতে পড়ুয়াদের সচেতন করতে পারে সেজন্যে বিভিন্ন স্কুল থেকে নোডাল শিক্ষকদের নিয়ে এই প্রশিক্ষণ শিবির করা হয়েছে। প্রতিটি স্কুল থেকে দুইজন করে শিক্ষক এসেছেন তাদের সিনির কর্মীরা প্রশিক্ষণ দিয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja