
#মালবাজার: বুধবার বিভিন্ন দাবি নিয়ে মাল পৌরসভায় স্মারকলিপি দিল সিপিআইএমের মাল এরিয়া কমিটি। এদিন দুপুরে সিপিআইএমের কর্মীর সমর্থকরা মিছিল করে পৌরসভা ভবনে আসেন। সেখানে এরিয়া কমিটির সম্পাদক রাজা দত্তের নেতৃত্বে এক প্রতিনিধি দল মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ীর সঙ্গে দেখা করে এবং তার সঙ্গে আলোচনা করে তার হাতে স্মারকলিপি তুলে দেন।

পরে রাজা দত্ত বলেন, আমরা বেশ কয়েকটি বিষয় নিয়ে চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছি। যার মধ্যে উল্লেখযোগ্য ছিল, হাউসিং ফর অল প্রকল্পের ঘরের সমস্যা, বেশ কয়েকটি জলের সমস্যা, এছাড়াও কলোনির মাঠ যেটা আমাদের আবেগ সেই কলোনির মাঠে মালিকানা নিয়ে এক দোদুল্যমান অবস্থা চলছে।

সেই অবস্থান অবসানের জন্য ব্যবস্থা গ্রহণ, পৌরসভার অস্থায়ী কর্মী ও সাফাই কর্মীদের বেতন নিয়মিত করা। এইসব দাবিগুলো আমরা রেখেছি। উনি বলেছেন আলোচনা করে ব্যবস্থা নেবেন। মাল পৌরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ী পরে জানান, ওনারা এসেছিলেন বেশ কয়েকটি দাবি রেখেছেন আমরা আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আন্তরিক চেষ্টা করব।






