#শুভজিৎ দাস, নিউজ বৃত্তান্ত: অবশেষে খানিকটা স্বস্তি পেল রাজ্য সরকার। মন্ত্রিসভার সিদ্ধান্তের মাধ্যমে সুপার নিউমেরারি পদ্ধতিতে অতিরিক্ত পদ তৈরি করে চাকরি দেবার ইস্যুতে দায়ের করা মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট জানিয়ে দিলো – এই পদ সৃষ্টির অধিকার রাজ্যের আছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে ছিল মামলার শুনানি। সুপারনিউমেরারি পোস্ট তৈরি করা অসাংবিধানিক নয় বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি। মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ।
সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ। প্রধান বিচারপতি উল্লেখ করেছেন, সুপার সুপারনিউমেরারি পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিতে পারে রাজ্যের মন্ত্রিসভা। অতিরিক্ত শূন্যপদ তৈরি করা অসাংবিধানিক নয়। কারণ হিসাবে তিনি বলেন, রাজ্যপাল অনুমোদন করেছেন।
প্রধান বিচারপতি সাংবিধানিক সংকটের প্রশ্ন তোলেন। প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বললেন, “মন্ত্রিসভার সিদ্ধান্তের বিরুদ্ধে কেন্দ্রীয় সংস্থা দিয়ে তদন্ত হলে ফেডেরাল স্ট্রাকচার (যুক্তরাষ্ট্রীয় কাঠামো) বিঘ্নিত হতে পারে।” আইনজীবী জানিয়েছেন, স্কুল সার্ভিস কমিশন হলফনামা দিয়ে জানিয়েছে যে, অবৈধদের জন্যই এই পদ। অবৈধভাবে নিযুক্ত শিক্ষকদের নিরাপত্তা দিতেই এই অতিরিক্ত শূন্যপদ তৈরি করা হয়। এমনটাই বললেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। স্বাভাবিক কারণেই প্রধান বিচারপতির এই অবজার্ভশনে ক্ষুন্ন বিকাশ ভট্টাচার্য সহ বাংলার যোগ্য শিক্ষকেরা।