Explore

Search

April 19, 2025 11:54 am

IAS Coaching

পথ দুর্ঘটনায় মারাত্মক ক্ষতিগ্রস্ত দুটি স্কুটি একটি ইনোভা জখম চালক

#মালবাজার: মাল ব্লকের ডামডিমের  কাছে জাতীয় সরকে  আবার পথ দুর্ঘটনা।মঙ্গলবার  একটি ইনোভা গাড়ি লাভার দিক থেকে ডামডিম হয়ে মালবাজার যাচ্ছিল। সেই সময় ডামডিমের বাশবাড়ির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ইনোভা গাড়িটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি স্কুটিকে ধাক্কা মেরে উল্টে যায়। পাশাপাশি রাস্তার পাশে একটি বাড়ির সীমানা প্রাচীরও মারাত্মকভাবে ক্ষতি করে গাড়িটি। এরপর বিকট শব্দ শুনে আশেপাশে মানুষ ছুটে আসে।
এরপর গাড়ি থেকে চালকসহ আর একজনকে উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে মালবাজার পুলিশ। জানা গেছে ইনোভা গাড়িটি প্রচন্ড গতিবেগে এসে দুটো স্কুটিকে এমন ভাবে ধাক্কা মারে যে, দুটো স্কুটি দুমড়ে মুছে যায়। এরপর ১৭ নম্বর জাতীয় সড়কের মাঝেই উল্টে যা ইনোভা গাড়িটি। তবে কপাল ভালো সেই সময় স্কুটির উপর কোন চালক ছিল না। তা না হলে বড় বিপদের সম্ভাবনা ছিল। ক্ষতি হয়েছে রাস্তার পাশে বাড়ির সীমানা প্রাচীর ও  গাছপালার।মালবাজার পুলিশ ইনোভা গাড়ি চালককে উদ্ধার করে মালবাজার থানায় নিয়ে যায়। ইনোভা গাড়ির চালক জানিয়েছেন অনেক লং রুটে গাড়ি চালানোর কারণে সে ঘুমিয়ে পড়েছিল আর তার জন্যই এই দুর্ঘটনা ঘটে যায়।
প্রত্যক্ষদর্শী প্রদীপ দাস বলেন এই ইনোভা গাড়িটি লাভার দিক থেকে এসে মাল বাজারের দিকে যাচ্ছিল। ডামডিম পার করে বাঁশবাড়ির কাছে নিয়ন্ত্রন হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা দুটি স্কুটিকে পিষে দেয় এবং গাড়িটি উল্টে যায়। গাড়ির গতিবেগ বেশি থাকায় ক্ষতি হয়েছে রাস্তার পাশে বাড়ির দেওয়াল এবং গাছপালা। কপাল ভালো কারো  কোন ক্ষতির খবর পাওয়া যায়নি। মালবাজার পুলিশ ইনোভা গাড়ি ও স্কুটি দুটি আটক করেছ।
Advertisement
Live Cricket Score
upskillninja