Explore

Search

April 4, 2025 4:12 pm

IAS Coaching

৭.৫ কিমি  রাস্তা নির্মাণ কাজের সূচনা করলেন মন্ত্রী

#মালবাজার: দীর্ঘ সাড়ে সাত কিলোমিটার রাস্তা বেহাল থাকার জন্য মাঝেমধ্যে ঘটতো দুর্ঘটনা।  রাস্তার হাল এতটাই খারাপ মাঝেমধ্যেই ছোটখাটো গাড়ি উল্টে যেত রাস্তার মধ্যে। এইসবের কারণেই চরম সমস্যায় ছিলেন মাল ব্লকের বাগরাকোড গ্রাম পঞ্চায়েতের লিসলিভার চা বাগান, সোনালী চা বাগান  এবং সাওগাও বস্তির বাসিন্দারা। বিগত দিনে বহু জায়গায় আবেদন নিবেদন করেও কোন লাভ হচ্ছিল না। বরঞ্চ রাস্তার হাল দিন দিন আরো খারাপ হচ্ছিল।
অবশেষে এলাকার মানুষের দাবি পূরণ হল সোমবার। রাজ্য সরকারের ডাব্লু বি এস আর ডি এ’র তত্ত্বাবধানে পথশ্রী  প্রকল্পের মাধ্যমে  এই রাস্তার কাজের সূচনা হলো। এদিন নারকেল ফাটিয়ে ফিতে কেটে এই রাস্তার কাজের শুভারম্ভ  করলেনরাজ্যের  আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী বুলু চিক বাড়াইক। উপস্থিত ছিলেন বাগড়াকোর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি রাজেশ ছেত্রী, মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি সুশীল কুমার প্রসাদ সহ বাগরাকোট গ্রাম পঞ্চায়েত প্রধান উপ প্রধান সহ অন্যান্যরা।
লিসরিভার  চা বাগানের বাসিন্দা স্টিফেন তীরকি, উত্তম তেলি, অনুপ শর্মা বলেন দীর্ঘদিন ধরে এই রাস্তার দাবী করে আসছিলাম আমরা অবশেষে সে রাস্তার কাজ শুরু হয় আমরা আজ ভীষণ খুশি। আমরা চাই না এই রাস্তায় আর দুর্ঘটনা হোক। এই রাস্তায় কাজ শুরু হওয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ধন্যবাদ জানাই।
আদিবাসী উন্নয়ন দপ্তরের মন্ত্রী-বুলু চিক বাড়াইক বলেন, রাজ্যজুড়ে মুখ্যমন্ত্রী উন্নয়নের কাজ করে চলেছেন। এরই মধ্যে আজ খুশির ঈদের দিন রাস্তার কাজের সূচনা হলো। প্রায় সাত কোটি ২২ লক্ষ টাকা ব্যায়ে সাড়ে সাত কিলোমিটার রাস্তা তৈরি হবে। রাস্তাটি যাতে উন্নত মানের হয় সেদিকে আমাদের নজর থাকবে। এলাকার মানুষেরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছিল রাস্তার জন্য। আজ রাস্তা হওয়ায় খুশি আমিও।
Advertisement
Live Cricket Score
upskillninja