Explore

Search

April 19, 2025 7:43 am

IAS Coaching

২৪ঘন্টা যেতে না যেতেই আবারও কাঠালধুরায় খাঁচায় আটক পূর্ণবয়স্ক চিতাবাঘ 

#মালবাজার: ২৪ ঘন্টা যেতে না যেতেই গতকালকের পর শনিবার সকালে নাগরাকাটার ব্লকের কাঁঠাল ধুরা চা বাগানের  প্রাথমিক স্কুল সংলগ্ন এলাকায় খাঁচা বন্দি হলো পূর্ণবয়স্ক চিতা বাঘ। জানাগেছে, শনিবার ভোরে চিতাবাঘ টিকে বন দপ্তরের পাতা খাচায় আটক হতে দেখা যায়।
উল্লেখ্য, শুক্রবার সকালে ওই চা বাগানের ১৬ নাম্বার আবাদি এলাকা  থেকে একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ বনদপ্তর এর পাতানো খাঁচায় খাঁচা বন্দী হয়। আর সেই চিতা বাঘটিকে উদ্ধার করে গরু মারা জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তার রেশ কাটতে না কাটতে আবারও। শনিবার ভোর নাগাদ আবারো একটি পূর্ণবয়স্ক চিতা বাঘ খাঁচা বন্দী হয়।
চিতা বাঘ খাঁচা বন্দী হওয়ার খবর  খুনিয়া রেঞ্জের বন কর্মীদের কাছে পৌঁছালে বনকর্মীরা ঘটনাস্থলে এসে সেই চিতা বাঘটিকে উদ্ধার করে নিয়ে যায়। যদিও এভাবেই প্রতিনিয়ত বাঘের গর্জন এবং খাঁচা বন্দি হওয়ার ফলে আতঙ্ক ছড়িয়েছে শ্রমিক মহল্লায়। শ্রমিকরা জানায়, গত বেশ কিছুদিন ধরে তিনটি চিতাবাঘ  আমরা চা বাগানে  লক্ষ্য করেছিলাম দুটিকে বনদপ্তর খাঁচা বন্দী করলেও একটি এখন অধরাই রয়েছে।
তবে এই বিষয় চা বাগানের ম্যানেজার প্রদীপ বিশ্বাস বলেন, বেশ কিছুদিন ধরে এই চা বাগানে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ছে তাই শ্রমিকরা কাজে আসতে ভয় করছে। শ্রমিকদের কথা অনুযায়ী ওনারা তিনটি চিতাবাঘ  লক্ষ্য করেছে তার মধ্যে দুটি খাঁচা বন্দি হয়েছে আর একটি চা বাগানের মধ্যেই রয়েছে। আমি বনদপ্তর এর কাছে অনুরোধ করছি তৃতীয় চিতাবাঘটিকে ধরে আতঙ্কের অবশান করা হোক।
Advertisement
Live Cricket Score
upskillninja