Explore

Search

April 18, 2025 3:17 pm

IAS Coaching

চালসার পাদ্রী কোটি এলাকায় খাঁচায় আটক হলো পুরুষ চিতাবাঘ

#মালবাজার: রবিবার সকালে চালসার কাছে পাদ্রী কোটি এলাকায় বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল পূর্ণবয়স্ক পুরুষ চিতাবাঘ। স্থানীয় মানুষদের সুত্রে জানাগেছে, ওই এলাকায় গত কিছুদিন থেকে চিতা বাঘের উপদ্রব বাড় ছিল। মাঝেমধ্যে বাসিন্দাদের বাড়িতে হানা দিয়ে ছাগল, মুরগী, শুয়োর টেনে নিয়ে যেত। একাধিক বার এই ঘটনা ঘটায় স্থানীয় লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে।
অবশেষে মানুষের আবেদনের ভিত্তিতে বনদপ্তর গত সপ্তাহে খাঁচা পাতে। রবিবার ভোরে স্থানীয় লোকজন চিতাবাঘের গর্জন শুনতে পেয়ে কাছে গিয়ে দেখেন খাঁচায় ধরা পড়েছে চিতাবাঘ। স্বস্তি ফেরে বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা প্রীতম ছেত্রী বলেন, আমাদের এই এলাকায় আরো চিতাবাঘ রয়েছে। আরো কয়েকটি খাঁচা পাতা দরকার।
মেটেলির বাসিন্দা তুলসী ওরাও বলেন, আমরা এই এলাকা দিয়ে নিয়মিত যাতায়াত করি। মাঝেমধ্যে চিতাবাঘের দেখা পেয়েছি। বন্যপ্রাণ শাখার খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল  কুমার দে বলেন, ধৃত চিতাবাঘটি সুস্থ রয়েছে। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর এটিকে বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja