Explore

Search

April 18, 2025 3:31 pm

IAS Coaching

দোকানের মধ্যে থেকে বিষাক্ত কোবরা সাপ উদ্ধার

#মালবাজার: শনিবার সকালে নাগরাকাটা ব্লকের লুকসান বাজারের একটি দোকানের ভিতর থেকে বিষাক্ত কোবরা সাপ উদ্ধার করেন সর্পপ্রেমী সৈয়দ নৈয়িম বাবুন। উদ্ধারের পর সাপটিকে তিনি বনবিভাগের খুনিয়া স্কোয়ার্ডের কর্মীদের হাতে তুলে দেন। সাপটি সুস্থ থাকায় সেটিকে বনাঞ্চলের ভিতরে ছেড়ে দেওয়া হয়েছে।
জানাগেছে, শনিবার সকালে স্থানীয় ব্যবসায়ী দেবু শাহের দোকানে সাপটিকে দেখতে পাওয়া যায়। দোকান মালিক শ্রী শাহ বলেন, কিছুদিন ধরে দোকান মেরামতের কাজ চলছিল। অন্যান্য দিনের মতো আজও মিস্ত্রিরা কাজ করছিল। হটাৎ সাপ দেখে তারা দৌড়ে পালিয়ে যায়। খবর দেওয়া হয় সর্পপ্রেমী বাবুন বাবুকে ও বনবিভাগে
তারা এসে ঘন্টা খানেক চেষ্টার পর সাপটিকে কাবু করে।
সর্পপ্রেমী বাবুন বাবু বলেন, এটি স্পেকটিকাল কোবরা, খুবই বিষাক্ত। এখন গরম পড়তে শুরু করেছে তাই সাপের দেখা পাওয়া যাচ্ছে। সাপ দেখে আতঙ্কিত হওয়ার কোন কারণ নেই।দ্রুত বনকর্মীদের খবর দেবেন। আর সাপ কামড়ালে ঝাড়ফুঁক, ওঝা করবেন না। দ্রুত কাছাকাছি হাসপাতালে যোগাযোগ করে নিয়ে যাবেন”।
বাবুন বাবুর এই সাহসী কাজের জন্য স্থানীয় লোকজন ধন্যবাদ জানিয়েছেন।
Advertisement
Live Cricket Score
upskillninja