
#মালবাজার: মাল ব্লকের ডামডিম মোড় থেকে গরুবাথান যাওয়ার পথে ছড়িয়ে পড়েছে পাগল কুকুরের আতঙ্ক। গত তিন দিনে ৩ বছরের শিশুসহ পাঁচ জনকে জখম করে পাগল কুকুরটি। বিষয়টিতে আতঙ্ক বিরাজ করছে ডামডিম মোড় এলাকায়। এলাকাবাসীদের কথায় কথা, ‘আমরা স্থানীয় ট্রাফিক পুলিশ, ফরেস্ট ডিপার্টমেন্ট ও একটি এনজিওকে জানিয়েছিলাম।

পুলিশ বলেছে, ফরেস্ট কে জানাও ফরেস্ট বলছে, আমাদের এই ধরনের কোন স্কোয়ার্ড নেই। এনজিও বলছে, আমাদের কুকুর ধরার ক্যাচার নেই। মাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তথা ডামডিমের ভূমিপুত্র বাবুয়া প্রসাদ বলেন, ‘আমরা ও বিষয়টি শুনেছি আজ, কুকুরটিকে আঘাত না করে যাতে ধরা যায়, পশুপ্রেমী এনজিও গুলোর সঙ্গে যোগাযোগ করবো আমরা’।







