Explore

Search

April 20, 2025 12:32 pm

IAS Coaching

গুরুকুল শিশু তীর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শিবির

#রায়গঞ্জ: বাজিতপুর গ্রাম পঞ্চায়েত এ নবনির্মিত গুরুকুল শিশু তীর্থ বিদ্যালয়ের পক্ষ থেকে সমস্ত ছাত্র-ছাত্রীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো বিদ্যালয় এ। উপস্থিত ছিলেন রায়গঞ্জ জেলা হাসপাতালের ডাক্তার বিশ্বনাথ সরকার এবং দন্ত চিকিৎসক ডাক্তার দিশা চক্রবর্তী গোস্বামী।

বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রায় ৮০ জন মতো ছাত্র-ছাত্রী এদিনের স্বাস্থ্য পরীক্ষা শিবিরে অংশগ্রহণ করেন। বিদ্যালয়ের প্রধান আচার্য শ্রী অমলেন্দু নন্দী বলেন বিদ্যালয়ের উদ্যোগে প্রথমবারের জন্য এই স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হলো। আমরা প্রতি তিন মাসে একবার এইরকম স্বাস্থ্য পরীক্ষা শিবির এর আয়োজন করতে ইচ্ছুক।

উপস্থিত চিকিৎসকদের মধ্যে ডাক্তার বিশ্বনাথ সরকার (জেনারেল ফিজিশিয়ান) এবং ডাক্তার দিশা চক্রবর্তী গোস্বামী জানিয়েছেন, এমন উদ্যোগে তারা অত্যন্ত খুশি এবং পরবর্তীতে এমন উদ্যোগ নেওয়া হলে তারা স্বতঃস্ফূর্তভাবে এতে অংশগ্রহণ করবেন।

Advertisement
Live Cricket Score
upskillninja