Explore

Search

April 20, 2025 12:28 pm

IAS Coaching

চলন্ত গাড়ির ছাদ থেকে পড়ে একাদশ শ্রেণীর ছাত্রের মৃত্যু, আটক চালক সহ গাড়ি

#মালবাজার: চলন্ত যাত্রীবাহী গাড়ির ছাদ থেকে পড়ে স্কুল ফেরত একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু ঘটলো। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে কালিম্পং জেলার গরু বাথান ব্লকে ভুট্টা বাড়ি এলাকা  সড়কে। মৃত ছাত্রের নাম বিশাল তামাং। বাড়ি নাগরাকাটা  এলাকায়। সে গরুবাথান যুদ্ধবীর হাইস্কুলের একাদশ শ্রেণীর ছাত্র ছিল।
জানা গেছে, সোমবার স্কুল ছুটির পর ওই ছাত্র একটি যাত্রীবাহী  ম্যাজিক গাড়ি ভীড় ঠাসা থাকা থাকায় তার ছাদে বসে বাড়ির উদ্দেশ্যে ফিরছিল।
ভুট্টাবাড়ি এলাকায় আচমকা ওই উপর থেকে ছিটকে নিচে পড়ে গুরুতর জখম হয়। স্থানীয় লোকজন দ্রুত তাকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌছায় গরুবাথান থানার পুলিশ। চালক সহ গাড়িটিকে আটক করে থানায় নিয়ে আসে। এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, ডুয়ার্স এলাকায় বিভিন্ন রাস্তায় যাত্রীবাহী বাসের সংখ্যা কম থাকায় এভাবেই জীবনের ঝুকি  নিয়ে স্কুল পড়ুয়া থেকে সাধারণ মানুষ যাতায়াত করে।
Advertisement
Live Cricket Score
upskillninja