Explore

Search

April 20, 2025 12:30 pm

IAS Coaching

বকেয়া মজুরির দাবিতে চা বাগানে শ্রমিক বিক্ষোভ, সমস্যা মেটানোর আশ্বাস কর্তৃপক্ষের

#মালবাজার: বকেয়া মজুরির দাবীতে নাগরাকাটা ব্লকের বামনডাঙ্গা চাবাগানে শ্রমিকরা  ফ্যাক্টরির সামনে বিক্ষোভ দেখায়।শ্রমিকদের দাবী তিনটা পাক্ষিল বেতন তাদের বকেয়া আছে।স্টাফ ও সাবস্টাফদেরও দুইমাসের বেতন বকেয়া হয়ে রয়েছে। মালিকপক্ষ ঠিকমতো কাউকে বেতন দিচ্ছেন না। কখনো পুরো বেতনের অংশ একাধিক ভাগে ভাগ করে মাসের বিভিম্ন সময়ে দিচ্ছে জানুয়ারি মাস থেকেই চা বাগানের এই অচলাবস্থা চলছে। দাবীপূরণ বা হওয়া পর্যন্ত বিক্ষোভ ধর্না চলবে বলে আন্দোলরত শ্রমিকরা জানিয়েছেন।
চা বাগানের মহিলা শ্রমিক পূজা ওরাও জানান, আমাদের তিনটি পাক্ষিক মজুর বকেয়া হয়ে গেছে। কিছু কিছু শ্রমিকদের মজুরি দেওয়া হয়েছে কিন্তু আমাদের এখনো দেওয়া হয়নি। এখন পাতি তোলার সময় এসে গেছে। মজুরি না পেলে সংসার চলাতে সমস্যা হচ্ছে। তাই বাধ্য হয়ে আমরা বিক্ষভে শামিল হয়েছি। যদিও চাবাগান কতৃপক্ষ দ্রুত সমস্যা মেটানোর আশ্বাস দিয়েছে। চা বাগানের কারখানা ম্যানেজার সুরজিৎ গাঙ্গুলী জানান, কোম্পানির কিছু সমস্যা চলছে তবু কিছু কিছু করে মজুরি দিচ্ছে। আশা করছি দ্রুত সমস্যা মিটে যাবে পরিস্থিতি স্বাভাবিক হবে।
Advertisement
Live Cricket Score
upskillninja