
#মালবাজার: শনিবার ছিল আন্তর্জাতিক নারী দিবস।এই উপলক্ষে ডুয়ার্সের নানা নারী দিবস পালিত হয়। এদিন মাল পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে ন্যাশনাল সার্ভিস স্কিম (NSS) ইউনিট -১ এবং এনসিসি’ র উদ্যোগে পালিত হলো আন্তর্জাতিক নারী দিবস কর্মসূচি। এদিন কলেজের দুই বরিষ্ঠ মহিলা অধ্যাপিকা ডঃ তপতি সাহা ও ডঃ জয়া অধিকারীকে এন এস এস ইউনিট -১ এর তরফে সংবর্ধনা প্রদান করা হয়।

এদিনের অনুষ্ঠিত কর্মসূচিতে সমাজে নারীদের ভূমিকা ও কর্মপন্থা প্রসঙ্গে আলোচনা করা হয়। নারীদের প্রতি সম্মান ও তাদের প্রতি শ্রদ্ধা প্রসঙ্গ উঠে আসে আলোচনায়। পাশাপাশি একটি তথ্যচিত্র প্রদর্শনী করা হয়। অনলাইনে ইয়ুথ পার্লামেন্ট রেজিস্ট্রেশন প্রক্রিয়া তথ্যচিত্রের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলা হয়। এদিন মালবাজার বিডিও কার্যালয়ে পালন করা হয় আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবস উদযাপনে সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয় সমাজের বিভিন্ন স্তরের মানুষের কাছে।

নারীর অধিকার, ক্ষমতায়ন, শিক্ষা ও স্বাস্থ্য সচেতনতার ওপরে বক্তব্য রাখেন মালের সমষ্টি উন্নয়ন আধিকারিক রশ্মিদীপ্ত বিশ্বাস। ব্লকের বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর উদ্যোগে প্রদর্শনী ও সফল নারীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মহিলাদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিডিও কার্যালয় থেকে সুভাষ মোড় ঘুরে পুনরায় বিডিও কার্যালয় ফিরে আসে। মালবাজার শহরের পাশাপাশি চালসা,মেটেলি ও নাগরাকাটায় নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে নারী দিবস পালিত হয়।






