Explore

Search

April 20, 2025 12:30 pm

IAS Coaching

সড়ক নির্মাণের সময় পানীয়জলের পাইপ ফেটে জনদুর্ভোগ

#মালবাজার: ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের লুকসান বাজারে প্রধানমন্ত্রী সড়ক যোজনা অনুযায়ী সড়ক নির্মাণকাজ শুরু হলেও তা নিয়ে তৈরি হয়েছে সমস্যা। বৃহস্পতিবার, নির্মাণকাজের সময় পিএইচই বিভাগের পানীয়জলের পাইপ ফেটে যাওয়ায় জল সরবরাহ বন্ধ হয়ে যায়, ফলে স্থানীয় বাসিন্দারা পানীয়জলের  সমস্যায় পড়েন। এনিয়ে বাসিন্দারা ক্ষোভ ব্যাক্ত করে। ১৭ নম্বর সড়ক থেকে লুকসান বাজার হয়ে লুকসান চা বাগান পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তা ১৫ বছর ধরে জরাজীর্ণ অবস্থায় ছিল।
এই রাস্তা সংস্কারের দাবি দীর্ঘদিন ধরেই ছিল। অবশেষে ৩ কোটি টাকা ব্যায়ে লুকসান হাইওয়ে থেকে লুকসান চা বাগান পর্যন্ত ৩ কিলোমিটার রাস্তার কাজ শুরু হয়েছে। কিন্তু,বৃহস্পতিবার  নির্মাণ শুরু হতেই সমস্যার সম্মুখীন হয় স্থানীয়রা। বাসিন্দাদের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী কাজ শুরুর আগে ডিসপ্লে বোর্ড লাগানো বাধ্যতামূলক, কিন্তু তা না করেই নির্মাণকাজ শুরু হয়েছে। নির্মাণ কাজ শুরু হতেই বিপত্তি ঘটেছে। রাস্তার নিচে থাকা পানীয় জলের পাইপ ফেটে যায়। ফলে জল সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয়।
জলের সংকটে পড়েন স্থানীয় বাসিন্দারা। নির্মাণ এজেন্সির প্রতিনিধি গৌতম বিশ্বাস জানান, “কারিগরি সমস্যার কারণে বোর্ড লাগানো সম্ভব হয়নি। তবে পানীয়জলের  পাইপ বসানোর সময় পিএইচই বিভাগ মাত্র ৩ ফুট গভীরতার বসানোর কথা ছিল। কিন্তু, মাত্র  ৩ ইঞ্চি গভীরতায় পাইপ পুঁতে দিয়েছিল, যার ফলে এই বিপর্যয় ঘটেছে।” এ নিয়ে ক্ষুব্ধ স্থানীয়রা নির্মাণকাজের গুণগত মান পর্যবেক্ষণের জন্য একটি কমিটি গঠনের ঘোষণা করেছেন এবং পিএইচই বিভাগের অব্যবস্থাপনার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করবেন বলে জানিয়েছেন।
এ বিষয়ে আলিপুরদুয়ার জেলার বিজেপি সাংসদ মনোজ টিগ্গা টেলিফোনে দুঃখ প্রকাশ করে বলেন, তিনি কলকাতায় থাকায় ঘটনাস্থলে যেতে পারেননি, তবে নাগরাকাটা বিধায়ক পুনা ভেংরাকে নিয়ে দ্রুত পরিদর্শন করবেন। স্থানীয়দের দাবি, নিয়ম মেনে, স্বচ্ছতা বজায় রেখে, এবং পানীয় জল সরবরাহ ঠিক রেখে সঠিক মানের রাস্তা নির্মাণ করা হোক।
Advertisement
Live Cricket Score
upskillninja