Explore

Search

April 20, 2025 6:02 pm

IAS Coaching

প্রকাশ্য দিনের বেলা দরজা ভেঙে সোনা, দানা সহ সব নিয়ে চম্পট দিল চোর

#মালবাজার: একের পর এক চুরির ঘটনা ঘটেই যাচ্ছে মালবাজার ব্লকের ওদলাবাড়িতে। এবার রাতে নয় প্রকাশ্য  দিনের বেলায় চুরির ঘটনা ঘটলো ওদলাবাড়ি বিধান পল্লী এলাকায়। এখানে মিন্টু বিশ্বাসের বাড়ির তালা ভেঙ্গে সোনার অলঙ্কার এবং নগদ টাকা নিয়ে চম্পট দিলো চোর। আর এতেই আতঙ্কিত এলাকার মানুষ।
মিন্টু বিশ্বাসের স্ত্রী মাধবী বিশ্বাস বলেন, বাড়িতে আমি, স্বামী এবং  ছেলে থাকি। সকাল ১০ টা নাগাদ তিন জনই নিজ নিজ কাজে চলে যাই। আড়াইটা নাগাদ আমি বাড়ি এসে দেখি ঘরের দরজা খোলা। এরপর দেখি দরজার তালা ভাঙ্গা অবস্থায় পড়ে রয়েছে। দুটো আলমারির খোলা।
আলমারির যে লকারের মধ্যে সোনার অলঙ্কার গুলো এবং টাকা ছিলো সেই লকারও ভাঙ্গা। ঘরের বিছানার মধ্যে অলঙ্কারের খালি বাক্স এবং টাকার ব্যাগ রেখে পালিয়ে গেছে  চোর। গরীব পরিবারে এই ভাবে চুরির হয়ে যাওয়ায় ভেঙ্গে পড়েছে তারা। ইতিমধ্যেই তারা পুলিশে খবর দিয়েছে মাল থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Advertisement
Live Cricket Score
upskillninja