Explore

Search

April 18, 2025 12:55 am

IAS Coaching

সুইডেনের গণিতের কর্মশালায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রিপন সাহা

#রায়গঞ্জঃ কিছুদিন আগেই আন্তর্জাতিক মঞ্চে তাঁর গণিত গবেষণার উপর বক্তৃতা দেওয়ার জন্য আমন্ত্রণ পেয়েছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড. রিপন সাহা। সুইডেনের লিঙ্কোপিং বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আন্তর্জাতিক কর্মশালা “নন-অ্যাসোসিয়েটিভ অ্যালজেব্রাস ইন লিঙ্কোপিং’২৪” কর্মশালায় বক্তৃতা দেওয়ার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়। এদিন সেই কর্মশালায় বক্তব্য রাখেন তিনি। তাঁর বক্তব্যে স্বভাবতই খুশি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকেরা।

জানা গেছে, আন্তর্জাতিক এই কর্মশালাটি শুরু হয়েছে ২১শে অক্টোবর। এবং শেষ হবে ২৫শে অক্টোবর। এদিন সুইডেনের বিশ্ববিদ্যালয়ে বসে ড. সাহা জানান, তিনি সুইডেনের লিংঙ্কোপিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অষ্টম আন্তর্জাতিক কর্মশালা “নন-অ্যাসোসিয়েটিভ অ্যালজেব্রা ইন লিংঙ্কোপিং’২৪”-এ একটি বক্তৃতা প্রদান করেন। এই কর্মশালা নন-অ্যাসোসিয়েটিভ অ্যালজেব্রা ক্ষেত্রে কাজ করা গণিতবিদদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে। তিনি বলেন, আমার বক্তৃতার শিরোনাম ছিল ‘হোম লাইবনিজ অ্যালজেব্রার আলফা-টাইপ কোহোমোলজি”, যা বিখ্যাত গণিতবিদ লাইবনিজের নামে পরিচিত লাইবনিজ অ্যালজেব্রার একটি সাধারণীকরণ।

তার কথায়, এই কর্মশালায় মার্কিন যুক্তরাষ্ট্র, স্পেন, ফ্রান্স, পর্তুগাল, চীন, বেলজিয়াম, ব্রাজিল, সুইডেন এবং বিভিন্ন অন্যান্য দেশের বেশ কয়েকজন বিশিষ্ট বক্তা অংশগ্রহণ করেন। আমি এই কর্মসূচিতে একমাত্র ভারতীয় বক্তা এবং অংশগ্রহণকারী ছিলাম। আমরা নন-অ্যাসোসিয়েটিভ অ্যালজেব্রার ক্ষেত্রে গবেষণার ধারণা বিনিময় করেছি এবং অন্যান্য গণিতবিদদের সাথে আলোচনা করেছি, যা ভবিষ্যতে গবেষণা সহযোগিতার দিকে নিয়ে যেতে পারে। ড. সাহা এই আন্তর্জাতিক মঞ্চে বক্তব্য রাখার সুযোগ পেয়ে ধন্যবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহ ভারত সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের অধীন অনুসন্ধান ন্যাশনাল গবেষণা ফাউন্ডেশনকেও।

ড. সাহার এমন গবেষণায় খুশী তাঁর বিভাগীয় দপ্তরের অধ্যাপক থেকল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড দুর্লভ সরকার।

Advertisement
Live Cricket Score
upskillninja