#মালবাজার: দুদিন বহু খোজাখুজির পর অবশেষে দুরন্ত পাহাড়ি ঝোড়ার জলে ভেসে দেহ উদ্ধার করলো মাল থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে মাল ব্লকের রানীচেরা চাবাগান সংলগ্ন কালিখোলা ঝোড় ও চেল নদী এলাকায়। মৃতের নাম দুখিসার তিরকি(৫৬)। বাড়ি রানিচেরা চাবাগানের বড় লাইন শ্রমিক মহল্লায়।

পুলিশ ও স্থানীয়দের সুত্রে জানাগেছে, গত রবিবার দুপুরে ওই ব্যক্তি নদীতে স্নান করতে নেমে ভেসে যায়। দীর্ঘ ক্ষন বাড়ি না ফেরায় বাড়ির লোকজন খোজাখুজি শুরু করে। খবর দেওয়া হয় পুলিশে। দুদিন নদীর পার বরাবর খোজার পর প্রায় তিন কিমি দূরে পশ্চিম ডামডিম এলাকায় নদীর চরে তার দেহ উদ্ধার হয়। পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।





