Explore

Search

May 5, 2025 9:59 am

IAS Coaching

স্কুলে সাইবার প্রতারণা নিয়ে সচেতনতা শিবির

#মালবাজার: দিন প্রতিদিন বেড়েই চলেছে অনলাইনের মাধ্যমে প্রতারণা। টাকা দেওয়ার নামে কখনো  হ্যাকাররা যৌনতার ফাঁদ পাতছে, আবার কখনো কোভিড ভ্যাকসিনের নামে ভুয়ো ফোন করে ওটিপির মাধ্যমে একাউন্ট শূন্য করে দিচ্ছে। কুচক্রীদের এমন ফাঁদ থেকে নিজেদের রক্ষার জন্য সমাজের সাধারণ  সচেতন করতে উদ্যোগ নিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন স্নেহ ফাউন্ডেশন।
জলপাইগুড়ি জেলার বিভিন্ন বিদ্যালয়ে এবং কলেজে পড়ুয়াদের সাইবার সুরক্ষা, মানব পাচার, শিশু সুরক্ষা, বাল্যবিবাহ এবং অপরাধ মনস্তত্ত্ব বিষয়ে সচেতন করছেন সংস্থাটি। মঙ্গলবার এমনই একটি শিবির অনুষ্ঠিত হয় মাল ব্লকের ওদলাবাড়ি আদর্শ হিন্দি উচ্চ বিদ্যালয়ে। বিদ্যালয়ের একাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রীদের মধ্যে সাইবার সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।নানান আলোচনা ও উদাহরন দিয়ে পড়ুয়াদের সাইবার প্রতারণা সম্পর্কে সচেতন করা হয়।
কয়েক ঘন্টার এই শিবিরে উপস্থিত ছিলেন  সংস্থার কর্ণধার অভিশেক ঘোষ,  স্বেচ্ছাসেবী সংগঠনের মুখ্য কার্যনির্বাহী অঞ্জনী প্রসাদ রাম , বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষিকা রীনা সিং এবং অন্যান্য শিক্ষকরা। এই কর্মসূচির বিষয়ে অভিষেক বাবু বলেন, মানুষকে ঠকানোর জন্য প্রতারকরা যে সমস্ত ফন্দি আঁটছে, সেসব বিষয়ে সকলকে সচেতন করতেই আমাদের এই উদ্যোগ। স্বেচ্ছাসেবী সংগঠনের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ।
Advertisement
Live Cricket Score
upskillninja