Explore

Search

April 10, 2025 11:15 pm

IAS Coaching

পেশ হলো কেন্দ্রীয় অর্থ বাজেট ২০২৪, আয়কর কাঠামোয় হলো রদবদল

#নিউজ ডেস্ক: রেকর্ড টানা সপ্তমবারের জন্য আজ সংসদে কেন্দ্রীয় বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। স্বাধীন ভারতে প্রথম মহিলা অর্থমন্ত্রী হিসেবে লাগাতার সপ্তমবারের জন্যে বাজেট পেশ করছেন নির্মলা। এর আগে মোরারজি দেশাই টানা ৬টি বাজেট পেশ করেছিলেন ভারতের অর্থমন্ত্রী হিসেবে। এদিকে তৃতীয় মোদী সরকারের এটাই প্রথম পূর্ণাঙ্গ বাজেট।

এই আবহে অধিবেশনের শুরুতেই প্রধনমন্ত্রী মোদী দাবি করেছিন, এই বাজেট তৈরি হয়েছে ২০৪৭ সালকে মাথায় রেখে। ‘মোদী এই বাজেট সমাজের প্রতিটি স্তরকে শক্তি দেবে’, ২০২৪-২৩ অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেট নিয়ে নিজের প্রতিক্রিয়ায় এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

বাজেটের কয়েকটি মূল দিক:
১. করযোগ্য আয় যদি ৩ লাখ টাকা পর্যন্ত হয়, তাহলে আয়কর শূন্য। ৩ লাখ ১ টাকা থেকে ৭ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ৫ শতাংশ। ৭ লাখ ১ টাকা থেকে ১০ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১০ শতাংশ। ১০ লাখ ১ টাকা থেকে ১২ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ১৫ শতাংশ। ১২ লাখ ১ টাকা থেকে ১৫ লাখ টাকা পর্যন্ত আয়করের হার হল ২০ শতাংশ। ১৫ লাখ টাকার ঊর্ধ্বে আয়করের হার হল ৩০ শতাংশ।নতুন আয়কর নিয়মে স্ট্যান্ডার্ড ডিডাকশন ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করা হয়েছে।

2. মিউচুয়াল ফান্ডের উপর থেকে টিডিএস তুলে নেওয়া হচ্ছে বলে ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আগে টিডিএস ধার্য করা হত দু’শতাংশ। সেটা তুলে নেওয় হচ্ছে। বেতনের সঙ্গে টিসিএস দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। এদিকে ক্যাপিটাল গেইনস ট্যাক্সের সরলীকরণ করা হচ্ছে। বিদেশি সংস্থার থেকে কর্পোরেট ট্যাক্সের হার ৪০ শতাংশ থেকে কমিয়ে ৩৫ শতাংশ করার প্রস্তাব দিচ্ছি। সব ধরনের বিনিয়োগকারীদের জন্য ‘এঞ্জেল ট্যাক্স’ তুলে দেওয়া হচ্ছে।

3. সোনা, রুপো এবং প্ল্যাটিনামে শুল্ক কমানো হয়েছে। এদিকে ক্যানসারের তিনটি ওষুধের ওপর থেকে আমদানি শুল্ক পুরোপুরি তুলে দেওয়া হয়।

4. মোবাইল ফোন এবং চার্জারগুলিতে মৌলিক শুল্ক কমিয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

5. বন্যা রুখতে বিহার, হিচামল, অসম, উত্তরাখণ্ড এবং সিকিমকে বিশেষ সাহায্যের দেওয়ার ঘোষণা অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের। এদিকে পর্যটনের ওপর বিশেষ নজর। বিহারের একাধিক মন্দিরের উন্নয়ন খাতে বরাদ্দ করার ঘোষণা করেছেন নির্মলা। নতুন করে সাজানো হবে বুদ্ধগয়া, রাজগির এবং নালন্দাকে।

6. প্রধানমন্ত্রী আবাস যোজনায় আরও তিন কোটি বাড়ি। গ্রামোন্নয়নের জন্য ২.৬৬ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। এদিকে স্ট্যাম্প ডিউটি কমিয়ে মহিলাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে ছাড় দিচ্ছে কেন্দ্র।

7. কলকাতা-অমৃতসর ইন্ডাস্ট্রিয়াল করিডোরের ঘোষণা করা হয় আজকের বাজেটে।

8. কৃষি খাতে বরাদ্দ হবে ১.৫২ লাখ কোটি টাকা বরাদ্দ করা হবে। ৫ রাজ্যে শুরু হবে কিষাণ ক্রেডিট কার্ডে।

9. শিক্ষা খাতে ১.৪ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে শিক্ষা, প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের জন্য। এর ফলে সারা দেশে উন্নয়ন পৌঁছে যাবে।

Advertisement
Live Cricket Score
upskillninja