Explore

Search

April 18, 2025 2:24 pm

IAS Coaching

নেপালী ভাষার আদি কবি ভানু ভক্তের মর্মর মুর্তির বেদীস্থাপন বাসস্ট্যান্ডের পার্কে

#মালবাজার: নেপালী ভাষার আদি কবি আচার্য ভানু ভক্তের ২১০ তম জন্মবার্ষিকী উপলক্ষে মালবাজার বাসস্ট্যান্ড সংলগ্ন পার্কে আদি কবির মর্মর মুর্তিকে বেদীর উপর স্থাপন করা হলো।
উল্লেখ থাকে যে, আদিকবি আচার্য ভানু ভক্তের মর্মর মুর্তিটি গত ২০১৮ সালে পার্কের মাঝে স্থাপন করা হয়েছিল। মুর্তির নিচে বেদী সেভাবে না থাকায় কবির মুর্তি বাইরে থেকে ঠিক মতো দেখা যেত না।
এজন্য নেপালী ভাষী সহ বহু মানুষের আক্ষেপ ছিল। সম্প্রতি মালবাজার শহরের ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিলন ছেত্রী সহ নেপালী সমাজের উদ্যোগে ওই পার্কে একটি সুদৃশ্য উচু বেদী নির্মাণ করা হয়। শনিবার কবির জন্মবার্ষিকী উপলক্ষে ওই বেদীর উপর মর্মর মুর্তিটি স্থাপনা করেন মাল পৌরসভার চেয়ারম্যান স্বপন সাহা।
উপস্থিত ছিলেন নেপালী সুশীল প্রতিনিধি সহ নেপালী কবি অজয় খাড়কে, নেপালী যুব নেতা গনেশ থাপা, সমাজ সেবী রাজেন প্রধান সহ শহরের বিশিষ্ট জনেরা। কবির জন্মবার্ষিকী উপলক্ষে রবিবার সুভাষিণী বালিকা বিদ্যালয়ে সারাদিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে বিশিষ্ট সঙ্গীত শিল্পী অজয় থাপা জানান।
Advertisement
Live Cricket Score
upskillninja