Explore

Search

April 4, 2025 3:35 pm

IAS Coaching

প্রয়াত হিন্দি ও বাংলা সিনেমার কিংবদন্তী অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

#বিনোদন ডেস্ক: বরেণ্য অভিনেত্রী স্মৃতি বিশ্বাস, বুধবার (৩ জুলাই) বার্ধক্যজনিত কারণে মহারাষ্ট্রের নাসিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ১০০ বছর। হিন্দি ও বাংলা সিনেমায় অভিনয় করে খ্যাতি লাভ করেন স্মৃতি বিশ্বাস। বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ১০টায় খ্রিষ্টান রীতি মেনে তার শেষকৃত্য সম্পন্ন হয়েছে। একসময় মুম্বাইয়ে বসবাস করতেন স্মৃতি বিশ্বাস।

২৮ বছর আগে বোনের সঙ্গে নাসিকে গিয়ে বসবাস শুরু করেন। শেষ বয়সে অর্থ-কষ্টে দিন কেটেছে। অভিনেত্রীর রাজীব ও সত্যজিৎ নামে দুই পুত্রসন্তান রয়েছে। মাত্র দশ বছর বয়সে বাংলা ভাষার ‘সন্ধ্যা’ সিনেমার মাধ্যমে অভিনয় ক্যারিয়ার শুরু করেন স্মৃতি বিশ্বাস। এরপর ‘দ্বন্দ্ব’, ‘নীল আকাশের নিচে’ সিনেমায় অভিনয় করেন। অভিনয় ক্যারিয়ারে হিন্দি, বাংলা, মারাঠি ভাষার অসংখ্য সিনেমা উপহার দিয়েছেন।

প্রখ্যাত সব পরিচালকের সঙ্গে কাজ করেছেন স্মৃতি বিশ্বাস। তালিকায় রয়েছেন— গুরু দত্ত, মৃণাল সেন, বিমল রায়, বি. আর. চোপড়া, রাজ কাপুর প্রমুখেরা। দেব আনন্দ, কিশোর কুমারের মত সহ অভিনেতার সাথে স্ক্রিন শেয়ার করেছেন তিনি। ১৯৬০ সালে পরিচালক এস ডি নারাং-কে বিয়ে করেন স্মৃতি বিশ্বাস। এরপর অভিনয়কে বিদায় জানান তিনি। ১৯৬০ সালে মুক্তিপ্রাপ্ত ‘মডেল গার্ল’ তার অভিনীত শেষ সিনেমা।

Advertisement
Live Cricket Score
upskillninja