#চন্দ্র নারায়ণ সাহা, ইটাহারঃ অভাব আর দারিদ্র্যকে হার মানিয়ে উচ্চমাধ্যমিকে ৮৯ শতাংশ নম্বর পেয়ে চমকপ্রদ সাফল্য অর্জন করল আদিবাসী কন্যা অঞ্জলি মুর্মু। দিনমজুর বাবা-মায়ের মেয়ে হয়েও ৪৪৭ নম্বর পেয়ে নিজের মেধার প্রমাণ দিয়েছে সে। ইটাহারের প্রত্যন্ত গ্রামের টিনের চালের ঘরে বাবা-মা ও বোনের সঙ্গে বসবাস অঞ্জলির। প্রতিদিন ৫ কিমি সাইকেল চালিয়ে স্কুলে যেত, সংসারের কাজ সেরে। লেখাপড়ার প্রতি নিষ্ঠা, আত্মবিশ্বাস আর পরিশ্রমই তাকে পৌঁছে দিয়েছে এই সাফল্যে।
নার্স বা পুলিশ অফিসার হয়ে পরিবারকে সাহায্য করতে চায় সে। বলেছে, “ভাই নেই বলে আমি চাই বাবা-মায়ের পাশে দাঁড়াতে।” অঞ্জলির মা অনিতা সোরেন বলেন, “আমরা নিরক্ষর, তবু মেয়েদের শিক্ষিত করতে চেয়েছি।” শিবরামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন জানান, “অঞ্জলি খুব পরিশ্রমী। আমরা ওর পাশে আছি।” আজ অধ্যাপক বাপি সরেন, ডাঃ রমেশ কিস্কু, সমাজকর্মী হেরেল হেমব্রোম সহ সমাজকর্মীরা সংবর্ধনা দেন অঞ্জলিকে। তাদের দাবি, অঞ্জলীর এই লড়াই এখন অনেকের কাছে অনুপ্রেরণা।