#নিউজ বৃত্তান্ত: রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ-র (DA) ২৫ শতাংশ ৬ সপ্তাহের মধ্যে দিতে হবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার এ ব্যাপারে শুনানির পর সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে যে নির্দেশ আপলোড করা হয়েছে, তাতে বলা হয়েছে, শুক্রবার থেকে ৬ সপ্তাহের মধ্যে বকেয়া মহার্ঘ ভাতার ২৫ শতাংশ দিয়ে দিতে হবে রাজ্য সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত পেনশনভোগীদের। যার অর্থ ২৭ জুনের মধ্যে রাজ্য সরকারকে ওই টাকা দিতে হবে।
ট্রাইব্যুনাল ও হাই কোর্ট, পঞ্চম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী মহার্ঘ ভাতা (DA) পাওয়ার ক্ষেত্রে কর্মচারীদের অধিকার স্বীকার করে রায় দিয়েছে। রাজ্য সরকার যে অর্থের অভাবের কথা তুলে ধরেছিল, তা ট্রাইব্যুনাল এবং হাই কোর্ট—উভয়েই নাকচ করে দিয়েছে। ডিএ পাওয়ার অধিকার মৌলিক অধিকার কি না, সেই প্রশ্ন-সহ আরও কিছু বিষয় সুপ্রিম কোর্টের বিবেচনার মধ্যে রয়েছে। শীর্ষ আদালত সেই বিষয়গুলি খতিয়ে দেখবে। তবে, চূড়ান্ত রায় ঘোষণা না হওয়া পর্যন্ত কর্মচারীদের এই অর্থ পাওয়ার জন্য অনন্তকাল অপেক্ষা করতে হবে—এমনটা সুপ্রিম কোর্ট মনে করে না।
স্বাভাবিক নিয়মে এই টাকা দেওয়া হবে, তবে তা উভয় পক্ষের আইনি অধিকার ও দাবির উপর কোনও প্রভাব ফেলবে না—এবং এই মামলার চূড়ান্ত রায়ের ভিত্তিতে বিষয়টি নিষ্পত্তি হবে।
সমস্ত বিষয় নিয়ে দুই পক্ষকে লিখিত বক্তব্য জমা দেওয়ার অনুমতি দেওয়া হচ্ছে। চার সপ্তাহের মধ্যে তা জমা দিতে হবে। পরবর্তী শুনানি হবে ৪ অগস্ট।
পশ্চিমবঙ্গে বহুদিন ধরেই কেন্দ্রের তুলনায় ডিএ-র হার অনেক কম। এই ব্যবধান বাম জমানা থেকেই রয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৫% ডিএ পান, রাজ্য সরকারি কর্মীরা পান মাত্র ১৮% ডিএ।
২০২২ সালের মে মাসে কলকাতা হাইকোর্টের বিচারপতি হরিশ টন্ডন ও রবীন্দ্রনাথ সমন্তর বেঞ্চ স্পষ্ট ভাষায় জানিয়ে দেয়, রাজ্যের যুক্তি গ্রহণযোগ্য নয়। ন্যায্য মজুরি পাওয়ার অধিকার কর্মচারীদের সাংবিধানিক অধিকার। সরকার নিজের খেয়ালে কর্মচারীদের ডিএ থেকে বঞ্চিত করতে পারে না। এই রায় মেনে না নিয়ে, ২০২২ সালের নভেম্বরে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন দাখিল করে। শেষমেশ শুক্রবার ১৬ মে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল ও সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ এক অন্তর্বর্তী রায় দেয়, বকেয়া ডিএ-র অন্তত ২৫ শতাংশ এখনই দিতে হবে। পরবর্তী শুনানি হবে ৪ অগস্ট।