Explore

Search

May 20, 2025 10:18 am

IAS Coaching

স্বামীনাথ মেলার সংস্কৃতিই যোগান দেয় স্থানীয়দের বাৎসরিক পূঁজি

#রায়গঞ্জঃ সোমবার সকাল থেকে হাঁসুয়ার স্বামীনাথ মন্দিরে শুরু হয়েছে শতাব্দী প্রাচীন স্বামীনাথের মেলা। মন্দিরের প্রধান পুরোহিত দীপেন মজুমদার বলেন, প্রতিবছর বুদ্ধ পূর্ণিমার তিথিতে এই পুজো হয়। এটি বর্তমানে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির মিলনক্ষেত্রে পরিণত হয়েছে। এই সংস্কৃতির টানেই এই মেলা এখন সর্বধর্ম সমন্বয়ের পীঠস্থান।

স্থানীয় বাসিন্দা দেবাশীষ দাস বলেন, ইটাহার ও রায়গঞ্জ ব্লকের সীমান্তে অবস্থিত এই স্বামীনাথ মন্দির ও মেলা উপলক্ষ্যে এখানে বসে ৭ দিনের মেলা। এই মেলায় বেচাকেনা সহ অতিথিদের আগমনে সারাবছরের বেঁচে থাকার পূঁজি সংগ্রহ করা হয়।

আরেক বাসিন্দা বিপুল সরকার বলেন, ৭দিনের মেলায় স্থানীয় বাসিন্দারা জমি ভাড়া দিয়ে প্রচুর অর্থ উপার্জন করেন। এছাড়াও দোকান বসিয়ে বাড়তি উপার্জন স্থানীয় মানুষের সারাবছরের রসদ জোগায়। ফলে মন্দির কেন্দ্রিক স্বামীনাথ আক্ষরিক অর্থেই স্থানীয় বাসিন্দাদের কাছে রুটিরুজি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

জানা গেছে, দিনাজপুরের জমিদার কৃষ্ণ চন্দ্র রায় চৌধুরী এবং ভূপালচন্দ্রের মা দূর্গাবতী দেবী ১৩২১ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠা করেন। এই মেলায় আসা বিহারের সাধু রুপ মহারাজ বলেন, আজ থেকে ২০ বছর আগে এখানে তেমন কিছুই ছিল না। কিন্তু ধীরে ধীরে একটা মন্দিরকে কেন্দ্র করে গ্রামের বাসিন্দাদের আর্থিক পরিবর্তন এসেছে। বিক্রি বাট্টার আশায় এবার ২৫০ স্টল বসেছে মন্দির চত্বরে। সিসিটিভি ক্যামেরা রয়েছে। এদিকে, আকাশের মুখ ভার এবং বৃষ্টির পূর্বাভাস নিয়ে আশঙ্কায় ব্যবসায়ীরা। সাথে এবার লোকসমাগম কম হওয়ায় বেচাকেনাও কম।

Advertisement
Live Cricket Score
upskillninja