Explore

Search

May 20, 2025 11:12 am

IAS Coaching

আইপিএল ২০২৫, বিদায় নিল কোলকাতা

#নিউজ বৃত্তান্তঃ রবিবার বিকেলে বেঙ্গালুরুর এম. চিন্নাস্বামী স্টেডিয়াম ম্যাচ বৃষ্টির কারনে পরিত্যক্ত ঘোষিত হয়। আইপিএল ২০২৫–এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি) ও কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)-এর মধ্যে মুখোমুখি হবার কথা থাকলেও, টানা বৃষ্টির কারণে এক বলও না গড়িয়ে ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়।

এই ম্যাচে টসও সম্ভব হয়নি, এবং দু’দলই একটি করে পয়েন্ট ভাগ করে নেয়। এর ফলে আরসিবি ১২ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে আসে এবং প্লে-অফে ওঠার দোরগোড়ায় পৌঁছে গেল। বাকি দুটি ম্যাচে যেকোনো একটি জিতলেই তারা প্লে-অফে নিশ্চিতভাবেই জায়গা করে নেবে।

অন্যদিকে, কেকেআরের প্লে-অফে ওঠার শেষ আশাও এই ম্যাচের পরিত্যক্ত হওয়ার কারণে শেষ হয়ে গেল। তারা সর্বোচ্চ ১৪ পয়েন্ট অর্জন করতে পারবে, যা প্লে-অফে পৌঁছানোর জন্য যথেষ্ট নয়।

উল্লেখ্য, এই ম্যাচটি আইপিএলের সাময়িক বিরতির পর প্রথম ম্যাচ ছিল এবং এই উপলক্ষে দর্শকরা ভারতীয় ক্রিকেট কিংবদন্তি বিরাট কোহলিকে শ্রদ্ধা জানাতে স্টেডিয়ামে সাদা পোশাকে আসার পরিকল্পনা করেছিল। তবে দুর্ভাগ্যবশত, প্রকৃতির খেয়ালে সেই উদ্দীপনাও বৃষ্টির জলে ভেসে যায়।

Advertisement
Live Cricket Score
upskillninja