Explore

Search

May 20, 2025 11:11 am

IAS Coaching

ট্রাক্টরের চাকার মাটি রাস্তায় জমেছে, ঘটছে দুর্ঘটনা

#রায়গঞ্জঃ জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ট্রাক্টর থেকে পড়ছে কাদা মাটি। চাকায় করে উঠে আসা কাদা জমছে রাস্তায়। ফলে দুর্ঘটনা ঘটছে নিয়মিত। এরকম পরিস্থিতিতে কেউ নজর দিচ্ছে বলে অভিযোগ রায়গঞ্জ থানার টেনহরি গ্রাম পঞ্চায়েতের বাসিন্দাদের। স্থানীয় বাসিন্দা, বকুল দাস বলেন, মাটও জমে থাকছে মূল রাস্তায়। এভাবেই ভালো ভালো রাস্তাগুলো নষ্ট হয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের পথ চলতে অনেকে অসুবিধে হচ্ছে।

স্থানীয় বাসিন্দা তথা পেশায় শিক্ষক মাধব দাস বলেন, এই মাটির ওপর দিয়ে চলাচল করতে গিয়ে ঘটছে দুর্ঘটনা। মোটরসাইকেল, সাইকেল চালানো মুশকিল হয়ে গিয়েছে। যদিও স্থানীয় পঞ্চায়েত প্রধান তৃষা প্রামাণিক বলেন, বিষয়টি নিয়ে অভিযোগ পেয়েছি। খোঁজ নেওয়া হচ্ছে।

Advertisement
Live Cricket Score
upskillninja