Explore

Search

May 17, 2025 9:46 am

IAS Coaching

বৌমা’র হাতে কাকা শশুর খুন, গ্রেপ্তার ঘাতক বৌমা

#মালবাজার: বৌমা’র হাতে কাকা শশুর খুন। পুলিশের হাতে গ্রেপ্তার বৌমা। বৃহস্পতিবার মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাল ব্লকের তেশিমলা গ্রাম পঞ্চায়েতের সাহেবপাড়া এলাকায়। খুন হওয়া কাকা শশুরের নাম  বিশ্বনাথ ওরাও (৭২)। ঘাতক ভাইপো বৌ’য়ের নাম চিন্তামনি ওঁরাও। খবর পেয়ে মাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং চিন্তামণি ওরাওকে গ্রেপ্তার করে মাল থানায় নিয়ে আসে।
স্থানীয় বাসিন্দা আব্দুল রাজ্জাক প্রধান জানান, এটা পারিবারিক ঝামেলা, গতকাল রাতে ওদের পরিবারের মধ্যে অশান্তি হয়ছিল বলে খবর পেয়েছি। সকালে বিষয়টি জানাজানি হয়। মৃতের মুখে ওর শরীরে রক্তের দাগ ছিল। স্থানীয় পঞ্চায়েত সমিতি সদস্য সুশীল রায় বলেন, গত সন্ধ্যায় ওদের বাড়িতে ঝামেলা হয়েছিল বলে শুনেছি। আজ সকালে জানতে পারি কাকা শশুর মারা গেছে। পুলিশ এসেছিল মৃতদেহ নিয়ে গেছে। বৌমা’কে আটক করেছে। এ জাতীয় ঘটনা এই এলাকায় এই প্রথম।  এই ঘটনায় ওই এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja