Explore

Search

May 12, 2025 11:29 pm

IAS Coaching

পারিবারিক অশান্তির জেরে বাবার হাতে ছেলে খুন, গ্রেপ্তার ঘাতক বাবা

#মালবাজার: পারিবারিক অশান্তির জেরে বাবার হাতে খুন হলো ছেলে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের মেটেলি ব্লকের চিলোনি চা বাগানে। মৃত ছেলের নাম সমীর বাড়াইক(৩২)। ঘাতক বাবার নাম বৈজনাথ বড়াইক। তাদের বাড়ি কিলানি চা বাগানের কেশর সিং লাইন শ্রমিক মহল্লায়। মেটালি থানার পুলিশ ঘাতক বাবাকে গ্রেপ্তার করেছে।
জানাগেছে, মদ্যপ অবস্থায় মাঝেমধ্যেই বাবা ও ছেলের মধ্যে ঝামেলা হত। রবিবার রাতে একই রকম ভাবে উভয়ের বাকবিতণ্ডা মধ্যে শুরু হয়। এক সময় বচসা তুংগে ওঠে। দিক শূন্য হয়ে ক্ষুব্ধ পিতা হাতের কাছে থাকা চা গাছ কলম করার লম্বা ছুরি দিয়ে ছেলের গলায় ও পিঠে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় ছেলে সমীর মাটিতে লুকিয়ে পড়ে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এই ঘটনা শুনে আশেপাশে ভিড় জমে যায়। খবর পেয়ে মেটেলি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাবাকে গ্রেফতার করে এবং মৃতদেহ উদ্ধার করে। সোমবার সকালে মেটেলি থানার পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায় এবং ঘাতক বাবাকে নির্দিষ্ট ধারায় মামলা করে আদালতে পাঠায়। এই ঘটনায় ওই চা বাগানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
Advertisement
Live Cricket Score
upskillninja