Explore

Search

May 12, 2025 6:36 pm

IAS Coaching

সংবাদ মাধ্যমগুলিতে এয়ার সাইরেন বাজানো নিয়ে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্র

#নিউজ ডেস্ক: সীমান্ত জুড়ে ভারত-পাকিস্তান যুদ্ধের আবহ তৈরি হয়েছে। গত কয়েক দিন ধরে লাগাতার একে অপরকে আক্রমণ করে চলেছে দুই দেশ। আর এই খবর প্রচারের সময় বিভিন্ন সংবাদমাধ্যম সাইরেনের শব্দ ব্যবহার করছে। এবার কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই ইস্যুতে কড়া নির্দেশ দেওয়া হল। টিভি চ্যানেলগুলিকে স্পষ্টভাবে জানান হয়েছে, অযথা ইচ্ছে হলেই সাইরেনের শব্দ তারা ব্যবহার করতে পারবেন না।

যুদ্ধ পরিস্থিতিতে সাইরেন বাজানো হয়। এর মাধ্যমে আমজনতা সতর্ক করা হয়। এছাড়াও সাইরেন বাজানোর নির্দিষ্ট কিছু নিয়ম রয়েছে। মনে হলেই সেই শব্দ ব্যবহার করা যায় না। কিন্তু ভারত-পাকিস্তান সংঘাতের আবহে দেশের বেশিরভাগ টিভি চ্যানেলগুলি এই শব্দ ব্যবহার করছে সংবাদ প্রচারের সময়ে। তাতেই কার্যত নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার। সব চ্যানেলের উদ্দেশে শনিবার এই বার্তা দিয়েছে কেন্দ্র।

বিবৃতি প্রকাশ করে কেন্দ্রীয় সরকারের তরফে বলা হয়েছে,  নিজেদের ইচ্ছে মতো সাইরেনের শব্দ ব্যবহার করলে মানুষের মধ্যে তার গুরুত্ব কমে যাবে। পরবর্তী সময়ে যদি সত্যি সাইরেনের প্রয়োজন হয় তখন মানুষ তা গ্রাহ্য নাও করতে পারে। তাই এই শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কেন্দ্রের অনুরোধ, যে কোনও অনুষ্ঠানে সিভিল ডিফেন্স এয়ার রেড সাইরেনের শব্দ ব্যবহার করবেন না।

তবে একটি বিশেষ ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করা যেতে পারে বলে জানিয়েছে সরকার। তাঁরা বলছে, শুধুমাত্র সাধারণ মানুষকে সচেতন করার কোনও অনুষ্ঠানে সাইরেনের শব্দ ব্যবহার করতে পারে টিভি চ্যানেলগুলি। এই বিবৃতিতে দমকল বিভাগ, সিভিল ডিফেন্স এবং হোম গার্ড বিভাগের ডিরেক্টরেট জেনারেল ১৯৬৮ সালের সিভিল ডিফেন্স আইনের উল্লেখও করেছে।

Advertisement
Live Cricket Score
upskillninja