Explore

Search

May 12, 2025 6:23 pm

IAS Coaching

আবারও ট্রেন চালকদের তৎপরতায় দুর্ঘটনা এড়িয়ে রক্ষা পেল হাতির প্রাণ

#মালবাজার: আবারো ট্রেন চালকদের তৎপরতায় দুর্ঘটনা এড়িয়ে রক্ষা পেল এক বুনো হাতির প্রাণ। ঘটনাটি ঘটেছে চালফা এবং নাগরাকাটার স্টেশনের মাঝে চাপরামারি বনাঞ্চলের ভিতরে। শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত চলে গেছে রেলপথ। এই পথেই রয়েছে মহানন্দা অভয়ারণ্য, চাপরামারি বনাঞ্চল, জলদাপাড়া বনাঞ্চল সহ ছোটখাটো কয়েকটি ফরেস্ট।
বনাঞ্চলের পথে মাঝেমধ্যেই বন্যপ্রাণীর দল রেল লাইনের মধ্যে চলে আসে। রেল চালকরা সতর্কতার সাথে ট্রেন থামিয়ে বন্যপ্রাণীর চলার পথে সুবিধা করে দেয়। এইরকম ভাবে শনিবার সকালে শিলিগুড়ি থেকে অসমের ধুপড়ি অভিমুখে ৭৫৭৪১ নম্বর ইন্টারসিটি এক্সপ্রেস চালিয়ে নিয়ে যাচ্ছিলেন লোকো পাইলট অরুনাভ মিত্র এবং সহকারি লোকো পাইলট রাকেশ কুমার।
চালসা এবং নাগরাকাটার মাঝে চাপরামারি বনাঞ্চলে তারা দেখতে পান একটি বুনো হাতি রেললাইনের মধ্যে দিয়ে হেঁটে চলছে। এই দৃশ্য চোখে পড়তেই আপদকালীন ব্রেক কোষে চালক দুজন ট্রেন  থামিয়ে দেয়। কিছুক্ষণ থেমে থাকার পর তারা দেখতে পান হাতিটি রেললাইন ছেড়ে জঙ্গল অভিমুখে চলে গেছে। এরপর তারা ট্রেন চালিয়ে গন্তব্য অভিমুখে রওনা দেন। চালকদের এই তৎপরতা উপস্থিত বুদ্ধিকে অভিনন্দন জানিয়েছে ডুয়ার্সের একাধিক পরিবেশ প্রেমী সংগঠনের কর্মীরা।
Advertisement
Live Cricket Score
upskillninja