#নিউজ ডেস্ক: নেপালের রাজধাবী কাঠমান্ডুতে অনুষ্ঠিত ভারত ও নেপাল এর কবি ও সাহিত্যিকদের নিয়ে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলনে উপস্থিত হয়ে সম্মানিত হলেন ইসলামপুরের এক লেখক সহ পশ্চিম বঙ্গের দুইজন ও সিকিমের একজন লেখক।
৩ মে কাঠমান্ডুর বাবর মহলে এই অনুষ্ঠানে শৈলী সাহিত্য সম্মান পান পশ্চিম বঙ্গ থেকে ইসলামপুরের লেখক সুশান্ত নন্দী। ইতিমধ্যেই বাংলাদেশ ও ত্রিপুরায় একাধিবার সম্মান গ্রহণের পাশাপাশি সুশান্ত নন্দী সম্মানিত হয়েছেন উত্তর প্রদেশ,মধ্য প্রদেশ, বিহার, অসম সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। নেপালের ঝাপাতে সম্মান পেলেও এবারে নেপালের রাজধানীতে প্রথমবার সম্মানিত হতে পেরে রীতিমতো আনন্দিত সুশান্ত নন্দী। সম্মান প্রাপকদের মধ্যে ছিলেন মিরিকের লেখিকা ডঃ কমলা তামাং এবং সিকিমের লেখক প্রীতম সহযাত্রী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেপাল প্রজ্ঞা প্রতিষ্ঠানের প্রাক্তন কর্মকর্তা জগৎ প্রসাদ উপাধ্যায়। তিনি সকলের হাতে সম্মাননা তুলে দেন।
শৈলী সাহিত্য সমাজ নেপালের সভাপতি মঞ্জুশ্রী প্রধান এবং সম্পাদক পন্ডিত রাজকুমার শর্মা জানান,দুই দেশের সাহিত্যের সেতু বন্ধনের লক্ষ্যে এই আন্তর্জাতিক স্তরের সাহিত্য সম্মেলন। যেখানে দুই দেশের মোট পাঁচজনকে সাহিত্য সম্মান প্রদান করা হয়।
ওই সম্মেলনে ভারতীয় লেখকদের পাশাপাশি নেপালি লেখকদের স্বরচিত কবিতা পাঠ অনুষ্ঠানকে অন্য মাত্রা এনে দেয়। ভারতের পক্ষ থেকে ডঃ কমলা তামাং এবং সুশান্ত নন্দী আয়োজকদের সম্মান জানান।অনুষ্ঠানে নেপালি ভাষায় সুন্দরভাবে সঞ্চালনা করেন লুমন্তী চিত্রকার।