Explore

Search

May 8, 2025 10:47 am

IAS Coaching

দিনমজুরের মেয়ে কৃষ্ণার তাক লাগানো ফলাফলে অভিনন্দন

#মালবাজারর: উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফলে তাক লাগিয়ে দিয়েছে মাল মহকুমা’র  ক্রান্তি ব্লকের লাটাগুড়ী বালিকা বিদ্যালয়ের ছাত্রী কৃষ্ণা রায়।লাটাগুড়ী গ্রাম পঞ্চায়েতের অধীন উত্তর মাটিয়ালীর দিন মজুর পরিবারের মেয়ে কৃষ্ণা রায় তার স্কুল থেকে পরীক্ষা দিয়ে মোট নম্বর পেয়েছে ৪৭০।মাল মহকুমার মধ্যে সম্ভাব্য প্রথম কৃষ্ণা রায় বাংলায় পেয়েছে, ৯৪ ইংরাজীতে পেয়েছে ৯২,ভূগোলে৮৫, পেয়েছে , দর্শন ৯৫,সংস্কৃত ৯১ ও এডুকেশনে ৯৮ পেয়েছে। মাধ্যমিকে সে ৭০০ এর মধ্যে ৫৭০ পেয়েছিল।
কৃষ্ণা জানায়  সুযোগ পেলে ইংরাজী অনার্স, নিয়ে বি এ পড়বে। এটা,ছাড়া অন্য কিছু সে ভাবছে না। কৃষ্ণার বাবা বিদ্যামোহন রায় একজন দিনমজুর। এক ছোট চা বাগানে হাজিরাতে কাজ করেন।মাঝে মাঝে নিজের ছোট জমিতে চাষ করি। সেই আয়ে কোনমতে  চলে।তবে মেয়ের ইচ্ছাপুরণ করার জন্য তিনি আরও ত্যাগ স্বীকার করতে  তৈরী। মা গৃহিনী তার চার মেয়ে দুই মেয়ের বিবাহ হয়ে গেছে। বাড়ীতে তৃতীয় মেয়ে আছে, সে বি এ পাস। কৃষ্ণার সাফল্যে অভিনন্দন জানিয়েছে অনেকে।
Advertisement
Live Cricket Score
upskillninja